প্রধানমন্ত্রীর আন্তরিকতায় আমাদের ক্রিকেট অনন্য উচ্চতায়: মেয়র

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র মো. রেজাউল করিম চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তরিকতায় বাংলাদেশের ক্রিকেট এক অনন্য উচ্চতায় পৌঁছে গেছে। বাংলাদেশকে বিশ্ববাসীর কাছে নতুন করে পরিচয় করিয়ে দেয়।

রোববার (২ জানুয়ারি) সন্ধ্যায় মনছুরাবাদ ক্রিয়েটিভ ক্লাবের উদ্যোগে এম.সি.সি মিনি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় মেয়র আরও বলেন, মনছুরাবাদ ক্রিয়েটিভ ক্লাবের উদ্যোগে আয়োজিত ক্রিকেট টুর্নামেন্ট খেলাধুলার প্রসারে বিশেষ ভূমিকা রাখবে। ভবিষ্যতে চট্টগ্রামের খেলাধুলা প্রসারের ক্ষেত্রে আমার সহযোগিতা অব্যাহত থাকবে।

অনুষ্ঠানের প্রধান বক্তা ডা. মো. আরিফুল আমীন বলেন, খেলাধুলার মাধ্যমে শিশু কিশোরদের সৃজনশীলতা ও সুপ্ত প্রতিভার বিকাশ ঘটে। একই সঙ্গে মাননীয় মেয়র মহোদয়কে অনুরোধ করবো প্রত্যেক ওয়ার্ডে একটি করে খেলার মাঠ তৈরি করে দেওয়ার জন্য।

এম.সি.সি মিনি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠানে ক্লাবের সভাপতি জয়নাল আবেদীনের সভাপতিত্বে টুর্নামেন্ট কমিটির আহ্‌বায়ক সেলিম আহম্মদ রুবেলের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বিভাগীয় পাসপোর্ট অফিসের পরিচালক মো. আবু সাইদ, ২৪ নম্বর উত্তর আগ্রাবাদ ওয়ার্ড কাউন্সিলর নাজমুক হক ডিউক, ১২ নম্বর সরাইপাড়ার ওয়ার্ড কাউন্সিলর নুরুল আমীন।

অন্যান্যদের মধ্যে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২৪ নম্বর উত্তর আগ্রাবাদ ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সৈয়দ মো. জাকেরিয়া, আবদুস সামাদ, অধ্যাপক আবদুল বারেক, সাইফুল ইসলাম সোহেল, মো. আসলাম, সেলিম মিয়া, বেলাল সাত্তার, রফিকুল ইসলাম, কামরুল হুদা রিমন, ইমরুল হাসান সোহেল, নজরুল ইসলাম বাচ্চু, মো. আজিম রনি, ইকবাল করিম তুষান, মিনহাজ আহমেদ সাহেদ, মো. ইকবাল প্রমুখ।

মন্তব্য নেওয়া বন্ধ।