প্রবাসীদের নানা সমস্যা দূরীকরণে বাংলাদেশি গণমাধ্যমের সহযোগিতা কামনা

সংযুক্ত আরব আমিরাতের বাংলাদেশ মিশনগুলোতে দুর্নীতি, কমিউনিটির সঙ্গে বিরোধ সৃষ্টি, স্বেচ্ছাচারিতাসহ নানা হয়রানি শিকার হওয়ার অভিযোগ তুলে ধরেছেন প্রবাসীরা।

রবিবার (৯ মার্চ) সংযুক্ত আরব আমিরাত প্রবাসী নেতৃবৃন্দের সাথে চট্টগ্রামের সাংবাদিকদের মতবিনিময় ও ইফতার মাহফিলে এসব অভিযোগ তুলে ধরেন। নগরীর জিইসি মোড় কপার চিমনী রেস্টুরেন্টে এ মতবিনিময় ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ এসোসিয়েশন দুবাই ভাইস প্রেসিডেন্ট আলহাজ্ব ইয়াকুব সৈনিকের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় ও ইফতার মাহফিলে সংযুক্ত আরব আমিরাত প্রবাসী নেতৃবৃন্দ বলেন, প্রবাসে বাংলাদেশীদের নানা অপরাধ প্রবণতা বৃদ্ধি পাওয়ার পাশাপাশি ডকুমেন্টেশন জালিয়াতি, কিশোর গ্যাং তৈরি ও ভিসা জটিলতার বিষয়টিও এখন আমাদের চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। তাছাড়া আমিরাতে দুবাইতে একটি বাংলাদেশি স্কুল প্রতিষ্ঠায় প্রবাসী ব্যবসাীদের এবং সরকারের সহযোগিতা কামনা করা হয়। এজন্য গণমাধ্যম কর্মীদের সহযোগিতা প্রত্যাশা করেন প্রবাসীরা।

ইফতার মাহফিলের মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি মোহাম্মদ আলী, বাংলা নিউজের ডেপুটি এডিটর তপন চক্রবর্তী, সাপ্তাহিক স্লোগানের সম্পাদক মোহাম্মদ জহির, দৈনিক যুগান্তর চট্টগ্রাম ব্যুরো প্রধান শহিদুল্লাহ শাহরিয়ার, প্রথম আলো চট্টগ্রাম অফিসের হেড অব নিউজ আশরাফ উল্লাহ রুবেল, যমুনা টিভির ব্যুরো প্রধান জামশেদুর রহমান চৌধুরী, দৈনিক আজকের পত্রিকার চট্টগ্রাম ব্যুরো প্রধান সবুর শুভ, যায়যায়দিন ব্যুরো প্রধান খোরশেদ আলম শামীম, সিপ্লাস এর চীফ ইনচার্জ আলমগীর অপু, দৈনিক কালবেলা ব্যুরো প্রধান সাইদুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট টিভির ব্যুরো প্রধান আলমগীর সবুজ, দৈনিক খবরের কাগজ ব্যুরো প্রধান ইফতেখারুল ইসলাম, বাংলা টিভির ব্যুরো প্রধান লোকমান চৌধুরী, নাগরিক টিভির ব্যুরো প্রধান একে আজাদ, দৈনিক বাংলাদেশ প্রতিদিন-এর সিনিয়র রিপোর্টার মোহাম্মদ সেলিম, দৈনিক প্রতিদিনের বাংলাদেশ-এর ব্যুরো প্রধান সুবল বড়ুয়া।

প্রবাসী সাংবাদিক ও সময় টেলিভিশন আমিরাত ব্যুরো প্রধান শিবলী আল সাদিক এর সঞ্চালনায় ইফতার মাহফিলে আরও বক্তব্য রাখেন, প্রবাসী ব্যবসায়ী মো. জসিম উদ্দিন, নাসিম উদ্দিন চৌধুরী, আবদুল মোনাফ, প্রবাসী সাংবাদিক নাসিম উদ্দিন আকাশ ও গোলাম সরওয়ার।

মন্তব্য নেওয়া বন্ধ।