পণ্যদ্রব্য আমদানির পর চট্টগ্রাম বন্দর থেকে খালাস না নেওয়ায় কিছু পচে গেছে আবার কিছু মেয়াদোত্তীর্ণ বা ব্যবহার অযোগ্যে পরিণত হয়েছে। আর এসব ৭৩টি কনটেইনার খালি করা উদ্যোগ নিয়েছে কাস্টম হাউস।
রোববার (১৩ নভেম্বর) চট্টগ্রাম কাস্টম হাউসের ডেপুটি কমিশনার মুহাম্মদ মাহফুজ আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গত ২৫ অক্টোবর অনুষ্ঠিত জাতীয় রাজস্ব বোর্ডের জারি করা স্থায়ী আদেশ অনুযায়ী গঠিত চট্টগ্রাম বন্দরের মেয়াদোত্তীর্ণ পণ্য ধ্বংস কমিটির সভার সিদ্ধান্ত অনুযায়ী ৭৩ কনটেইনার পণ্য ধ্বংস করা হবে। ১৫ লটের এসব কনটেইনারে বন্দরের ভেতরে রেফার্ডসহ ড্রাই কনটেইনার আছে ১৫টি। বিভিন্ন অফডকে ড্রাই পণ্যের কনটেইনার আছে ৬১টি। এসব কনটেইনারে ধ্বংসযোগ্য ও পচনশীল আদা, সুপারি, খেজুর, জুস, ক্যারোলা বীজ, মাছের খাদ্য, মাছ ইত্যাদি রয়েছে।
তিনি আরও বলেন, আগামীকাল সোমবার থেকে প্রতিদিন পরিবেশবান্ধব উপায়ে ধ্বংস করা হবে এসব পণ্য।