সন্দ্বীপে ৩ রোহিঙ্গা আটক

সন্দ্বীপের রহমতপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের স্থানীয় জনগনের হাতে আটক হয়েছেন ৩ জন রোহিঙ্গা। বুধবার (২৭ এপ্রিল) ভোর রাত ৩ টার দিকে আরকাডা পাড়া জামে মসজিদ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

আটক তিন রোহিঙ্গা হলেন- আব্দুল হোসেন (২৭), সাব্বির হোসেন (২২) ও আরিফ হোসেন (২৩)। আটককৃত ৩ জনকে স্থানীয় মসজিদ থেকে পাশের একটি প্রাথমিক বিদ্যালয়ে রেখেছেন ইউপি সদস্য মুজিব।

জানা যায়, মসজিদের সামনে ঘুরাঘুরি করতে দেখে মসজিদের ইমামের সন্দেহ হয়। তাৎক্ষনিক তিনি স্থানীয় মেম্বারকে জানালে তারা এসে রোহিঙ্গা ৩ জনকে আটক করে।

এ বিষয়ে জানতে সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বশির আহম্মেদের মুঠোফোনে বারবার চেষ্টা করেও যোগাযোগ করা যায়নি।

এমএফ

মন্তব্য নেওয়া বন্ধ।