সাতকানিয়া উপজেলার পৌরসভা এলাকার দিঘীরপাড়ে জেলা পরিষদের নিয়ন্ত্রণাধীন জায়গায় অবৈধভাবে দখলকৃত ২৪ টি দোকান উচ্ছেদ করা হয়েছে।
আজ মঙ্গলবার সকালে উচ্ছেদ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়, চট্টগ্রামের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নুরজাহান আক্তার সাথী।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফাতেমা-তুজ-জোহরা, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মো. দিদারুল আলম, জেলা পরিষদের সার্ভেয়ার, জেলা ও উপজেলা পর্যায়ের একদল পুলিশ সদস্য।
উচ্ছেদ অভিযানে দখলকৃত প্রায় ৬ শতক জায়গা যার আনুমানিক মূল্য প্রায় ২৫ লক্ষ টাকা উদ্ধার করা হয়। সামগ্রিক উচ্ছেদ অভিযানে সমন্বয় করে সাতকানিয়া উপজেলা প্রশাসন।
মন্তব্য নেওয়া বন্ধ।