হালদা নদীতে আজ মঙ্গলবার নৌ পুলিশ অভিযান পরিচালনা করেছে। অভিযানে নদীর মোহনা ও কচুখাইন এলাকায় সকাল ৮ টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত অভিযান পরিচালনা করে ১ লাখ ৩৫ হাজার টাকা মূল্যের ৩ হাজার মিটার অবৈধ জাল জব্দ করা হয়েছে।
নদীতে অভিযান পরিচালনাকারী নৌ পুলিশের সহকারী উপ- পরিদর্শক মো. ওমর ফারুক জানান, মঙ্গলবার অভিযান পরিচালনাকালে নদীর মোহনা ও কচুখাইন এলাকায় পাতানো অবস্থায় দাবিদারহীন তিনটি সুতার জাল (প্রতিটি ১হাজার মিটার) ৩ হাজার মিটার যার অনুমানিক মূল্য ১ লাখ ৩৫ হাজার টাকা উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত জালগুলা উপজেলা মৎস্য কর্মকর্তার নির্দেশে আগুনে পুড়ে ধ্বংস করা হয়। হালদা নদীতে মা মাছ ও জীববৈচিত্র্য রক্ষা করার জন্য অভিযান ও টহল অব্যাহত থাকবে বলেও তিনি গণমাধ্যমকে জানান।
মন্তব্য নেওয়া বন্ধ।