অম্রমুকুলের সুবাস আন্দোলিত করছে মানব মন

প্রকৃতিতে এখনও শীত। মাত্র হাতো গোনা কয়েকদিন পরেই আসছে বসন্ত। আর বসন্তের আগমনী বার্তা নিয়ে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় সড়কের পাশে গাছে গাছে শোভা পাচ্ছে সোনালি রঙের আমের মুকুল। সড়কের পাশ ঘেঁসা এসব অম্রমুকুলের সুবাস আন্দোলিত করছে চারদিক; জাগিয়ে তুলছে মানবমন। মুকুলের মৌ মৌ গন্ধে পাগল হয়ে ছুটছে ভ্রমর।

সরজমিনে দেখা গেছে, রাঙ্গুনিয়ার পাহাড়ি অঞ্চলের সবুজ গাছ-গাছালির পাতার ফাঁকে ফাঁকে দুলছে আমের মুকুল। ছোট-বড় প্রায় সকল গাছ মুকুলে ভরে গেছে স্থানীয় দেশি জাত সহ অম্রপালি, ফজলি, লতাই, ন্যাংড়াসহ নানা জাতের আম গাছ। গাছের মালিকরা পানি সেচের ব্যবস্থা করছেন, কেউবা ভিটামিন বা পোকার জন্য বিষ প্রয়োগ করছেন।

রাঙ্গুনিয়া উপজেলায় কৃষি অফিস সূত্রে জানা গেছে, রাঙ্গুনিয়া বিভিন্ন জায়গায় আম চাষ করা হয়েছে এবার। উপজেলা কৃষি অফিস থেকে নিয়মিত তাদেরকে প্রশিক্ষণ পাশাপাশি ভালো ভালো নেটের জন্য বিভিন্ন পরামর্শ দিয়ে যাচ্ছে মাঠকর্মীরা। আম চাষিরা এখন বাগান পরিচর্যায় ব্যস্ত।

উপজেলার ইছাখালী সড়কে পাশে কয়েকটি আম গাছের মালিক মোহাম্মদ হারুন মিয়া চট্টগ্রাম খবরকে বলেন, দেশি জাতের আমের নিচে সব আম। নিজের গাছে আম খাওয়ার মজা আলাদা। বর্তমানে বাজারে বিভিন্ন ধরনের হাইব্রিড জাতের আম পাওয়া যায়, তাতে কোন স্বাদ কিংবা গন্ধ নেই। তাই নিজের গাছের যত্ন নিচ্ছি, যাতে ভালো ফলন হয়।

রাঙ্গুনিয়া উপজেলা কৃষি কর্মকর্তা কারিমা আক্তার বলেন, গোটা উপজেলায় পাহাড়, জমিতে আম বাগান রয়েছে। আম চাষ লাভজনক হওয়ায় এ উপজেলায় দিন দিন আম চাষের চাহিদা বাড়ছে। ইতিমধ্যে আম বাগানে মুকুল হতে গুটি আসা শুরু হয়েছে। এখনও পর্যন্ত আবহাওয়া অনুকূলে রয়েছে। আশা করছি এবারও আমের ফলন ভালো হবে।

মন্তব্য নেওয়া বন্ধ।