অস্ত্রের মুখে দুই কৃষককে অপহরণ করলো পাহাড়ি ডাকাতদল

পর্যটননগরী কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া এলাকার একটি পানের বরজে কাজ করার সময় অস্ত্রের মুখে থেকে দুই কৃষককে অপহরণ করেছে পাহাড়ি ডাকাতরা। এ সময় পালানোর চেষ্টাকালে আরও দুইজন কৃষককে কুপিয়ে জখম করেছে তারা। রোববার (৩০ এপ্রিল) সকালে টেকনাফের বাহাছড়ার জাহজপুরা পাহাড়ি এলাকায় এই ঘটনা ঘটে।

অপহৃতরা হলেন—উপজেলার বাহারছড়া ইউনিয়নের জাহাজপুরা গ্রামের বাসিন্দা মো. রহিম (৩২) ও মো. রেদোয়ান (২০)। আহতরা হলেন—আবদুল আমিন ও আব্দুল্লাহ।

এ বিষয়ে টেকনাফ বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের কর্মকর্তা ইন্সপেক্টর মছিউর রহমান বলেন, বিষয়টি শোনার পরই পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌছায়। এলাকার মানুষজন নিয়ে ইতোমধ্যে তারা পাহাড়ে প্রবেশ করেছে। অপহৃতদের উদ্ধারে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাওয়া হবে। এছাড়াও ডাকাতদলের সদস্যরে আটক ও আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত থাকবে।

স্থানীয়রা জানান, সকালে পাঁচজন কৃষক পাহাড়ের কাছাকাছি পানের বরজে কাজ করতে গেলে ডাকাতের একটি দল তাদের ওপর হামলা চালায়। এসময় তিনজন পালালেও ২ জনকে অস্ত্রের মুখে জিম্মি করে ধরে নিয়ে যায়। এ ঘটনায় পালিয়ে আসার সময় ২ জনকে কুপিয়ে জখম করে তারা।

মন্তব্য নেওয়া বন্ধ।