এবার লাইফ জ্যাকেটে শাহ আমানতে এলো সাড়ে ৪ কেজি অবৈধ সোনা

ভ্যাট-ট্যাক্স ফাঁকি দিয়ে প্রতিনিয়ত নতুন নতুন ফন্দি ব্যবহার করা হচ্ছে স্বর্ণ চোরাচালানে। কখনও কাপড়, কখনও জুতা আবার কখনো বিদেশ থেকে অবৈধভাবে স্বর্ণ আনতে ব্যবহার করা হচ্ছে শরীরের বিশেষ অঙ্গ। তবে চোরের চালাকি হার মানতে হচ্ছে আইনশৃঙ্খলা বাহিনীর তীক্ষ্ণ নজরের কাছে। এবার চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে সারজাহ থেকে আসা বিমানে লাইফ জ্যাকেট থেকে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে সাড়ে ৪ কেজি স্বর্ণ।

শনিবার (১৩ জানুয়ারি) শারজাহ থেকে চট্টগ্রামে ৮.৭টার ল্যান্ড করা ফ্লাইট নং-বিজি ১৫২ তল্লাশি করে সিট নম্বর ১৯এ, ১৮বি,১৭বি ও ১১ই এর নিচে লাইফ জ্যাকেটের সাথে বিশেষ কায়দায় লুকায়িত অবস্থায় ৪ প্যাকেট স্বর্ণালংকার উদ্ধার করে।

ফ্লাইটে পরিত্যক্ত অবস্থায় স্বর্ণগুলো উদ্ধার করে কর্তপক্ষ।
উদ্ধারকৃত স্বর্ণগুলো হলো—স্বর্ণালংকারসমূহের মধ্যে চুড়ি ৬৯টি, চেইন ১১টি, ২টি লকেট ও ৩টি রিং। যার মোট ওজন ৪ দশমিক ৫ কেজি। স্বর্ণালঙ্কারগুলো ২৪ ক্যারেট।

ভরি হিসাব করলে প্রায় ৩৮৫ দশমিক ৯৩ ভরি এবং আনুমানিক বাজার মূল্য ৩ কোটি ৮৫ লাখ ৯৩ হাজার টাকা বলে জানায় গোয়েন্দা কর্তৃপক্ষ।

উক্ত স্বর্ণালংকারসমূহের বিষয়ে পরবর্তী আইনানুগ কার্যক্রম চলমান রয়েছে।

মন্তব্য নেওয়া বন্ধ।