কর্ণফুলীতে আগস্টের শেষ দিনে ‘সমাবেশ-মেজবান’

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবসকে ঘিরে চট্টগ্রামের কর্ণফুলী উপজেলা যুবলীগের মাসব্যাপী নানা কর্মসূচির শেষদিনে যুব জাগরণ শীর্ষক সমাবেশ ও মেজবান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩১ আগস্ট) দুপুরে উপজেলার খুদ্দ্যেরটেক এলাকায় এই সমাবেশ ও মেজবান অনুষ্ঠিত হয়। কর্ণফুলী উপজেলা যুবলীগের সভাপতি নাজিম উদ্দীন হায়দারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগের সভাপতি মো. দিদারুল ইসলাম চৌধুরী, প্রধান বক্তা সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম জহুর, বিশেষ অতিথি জেলা যুবলীগের সহ সভাপতি তৌহিদুল ইসলাম, জেলা যুবলীগ নেতা মোহাম্মদ আব্বাস, আরিফুজ্জামান।

সাধারণ সম্পাদক মুহাম্মদ সেলিম হকের সঞ্চালনায় সভায় উপজেলা যুবলীগের সহ-সভাপতি জিএম আনু মিয়া, মোহাম্মদ শহীদুল্লাহ্, ইঞ্জিনিয়ার মোহাম্মদ সেলিম, যুগ্ম সম্পাদক তারেক হাসান জুয়েল, সিরাজুল ইসলাম হৃদয়, দেবরাজ রতন, শফিকুল কুদ্দুস মনির, ওয়াজ উদ্দিন আজাদ, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইকবাল, শহীদুল্লাহ্ শহীদ, আলমগীর বাদশা, শাহাদৎ হোসেন রিটন, রাশেদ রানা, নেজামউদ্দিন, এডভোকেট মহসিন চৌধুরী, সাইফুদ্দিন, জাহাঙ্গীর আলম জয়, এম রহিম, হাবিবুর রহমান মানিক, জিয়া উদ্দীন রিপন, নাজের আহমদ, মনির আহমদ, মাকসুদুর রহমান, মহিউদ্দিন খোকন, সাইফুদ্দিন বিপ্লব, ইকবাল হাসান, সাইফুল হাসান, জাহেদুর রহমান জাহেদ, সোলাইমান কবির, চরপাথরঘাটা যুবলীগের সভাপতি আনোয়ার সাদাত মোবারক, জুলধার সভাপতি নুরুল ইসলাম নুরুসহ সংগঠনের নেতাকর্মীরা।

প্রধান অতিথি দিদারুল ইসলাম চৌধুরী বলেন, ১৫ আগস্টের নির্মম হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দোসররা এখনো সক্রিয়। রাজপথে জনগণের সাড়া না পেয়ে এখন ড. মুহাম্মদ ইউনুস ইস্যু সামনে রেখে নতুন ষড়যন্ত্র শুরু করেছে দেশি-বিদেশি চক্রটি। দেশে এখনও গ্রামীন ব্যাংকের সুদের চাপে গরীব মানুষ দিশেহারা।

তিনি আরও বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ড. ইউনূসকে নিয়ে আবার নতুন খেলা শুরু করেছেন তারা। সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে সজাগ দৃষ্টি রেখে যে কোনো পরিস্থিতি মোকাবিলা করতে হবে। মনে রাখতে হবে, শেখ হাসিনাকে আবার সরকার পরিচালনার জন্য প্রধামন্ত্রীর আসনে বসাতে হবে, নয়তো সকল উন্নয়ন কর্মকাণ্ড স্থবির হয়ে পড়বে।

মন্তব্য নেওয়া বন্ধ।