কর্ণফুলীতে দৃষ্টিনন্দন আখতারুজ্জামান চৌধুরী চত্বর উদ্বোধন

কর্ণফুলী শাহ আমানত সেতু (নতুন ব্রিজ) পার হয়ে দক্ষিণ চট্টগ্রামে প্রবেশ মুখে গড়ে ওঠেছে দৃষ্টিনন্দন চত্বর। যেটির নামকরণ করা হয়েছে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বীর মুক্তিযোদ্ধা প্রয়াত আখতারুজ্জামান চৌধুরী বাবুর নামে।

শনিবার (২৪ জুন) রাত সাড়ে ৮টায় উদ্বোধন করেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি। ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের অর্থয়ানে ২ কোটি ২৫ লাখ টাকা ব্যয়ে নির্মিত হয়েছে এই স্থাপনা।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পটিয়ার সংসদ সদস্য হুইপ শামসুল হক চৌধুরী, চন্দনাইশ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম এমপি, দক্ষিণ জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরী, কর্ণফুলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মামুনুর রশীদ, সহকারী কমিশনার (ভূমি) পীযুষ কুমার চৌধুরী, ইউসিবিএল কর্ণফুলী শাখার ম্যানেজার জসিম উদ্দিন আমজাদী।

এছাড়াও আনোয়ারা উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী, কর্ণফুলী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান ফারুক চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোলায়মান তালুকদার, দক্ষিণ জেলা যুবলীগের সভাপতি দিদারুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক ও বোয়ালখালীর পৌর মেয়র জহিরুল ইসলাম, ভূমিমন্ত্রী একান্ত সচিব রিদোয়ানুল করিম চৌধুরী সায়েম, উপজেলা ভাইস চেয়ারম্যান আমির আহমদ, মহিলা ভাইস চেয়ারম্যান ডা. ফারহানা মমতাজসহ আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

মন্তব্য নেওয়া বন্ধ।