খাগড়াছড়িতে জেএসএস সমর্থককে গুলি করে হত্যা

খাগড়াছড়ির দীঘিনালার ভারত সীমান্তবর্তী দুর্গম নাড়াইছড়িতে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস, সন্তু লারমা) পক্ষের সমর্থক দর্পণ চাকমাকে (৩২) দুর্বৃত্তরা গুলি করে হত্যা করেছে।

সোমবার (১৯ সেপ্টেম্বর) নাড়াইছড়ি বাজার থেকে ডেকে নিয়ে গিয়ে মাইনী নদীর পাড়ে তাকে গুলি করে হত্যা করা হয়।

নিহত দর্পণ জেএসএস সমর্থক বলে জানা গেছে। তবে তার বাড়ি কোথায়, তা নিশ্চিত হওয়া যায়নি। এই হত্যাকাণ্ডের জন্য ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপডিএফ) প্রসীত খীসা গ্রুপকে দায়ী করছে (সন্তু লারমা) জেএসএস।

স্থানীয় একাধিক সূত্রে জানা যায়, সোমবার সকালে দর্পণ চাকমা ৫ নম্বর বাবুছড়া ইউনিয়নের ভারত সীমান্তবর্তী দুর্গম নাড়াইছড়ি বাজারে দোকানে বসে ছিলেন। এ সময় ৮-১০ জনের একটি সশস্ত্র দল তাকে দোকান থেকে ধরে নিয়ে মাইনী নদীর পাড়ে গুলি করেন। ঘটনাস্থলেই দর্পণ চাকমা মারা যান।

দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কে এম পেয়ার আহমেদ বলেন, ‘নাড়াইছড়ি এলাকায় একজনকে গুলি করে হত্যা করা হয়েছে বলে শুনেছি। তবে বিস্তারিত কিছু জানা সম্ভব হয়নি।’

মন্তব্য নেওয়া বন্ধ।