খেলতে গিয়ে হারিয়ে যাওয়া শিশুকে পিতার কোলে ফিরিয়ে দিলো পুলিশ

চট্টগ্রাম নগরীতে খেলতে গিয়ে অভিভাবকের চোখের আড়াল হয়ে পথ হারানো এক শিশুকে প্রথমে নিজেদের হেফাজতে নিয়ে পরে অভিভাবকের কোলে ফিরিয়ে দিলো পুলিশ।

সোমবার (২৮ মার্চ) বিকেলে নগরীর পাঁচলাইশ থানা পুলিশ এমন মানবিক কাজ করে প্রশংসায় ভাসছে।

বিষয়টি জানতে চাইলে পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দিন মজুমদার চট্টগ্রাম খবরকে বলেন, শিশুটি খেলতে গিয়ে অভিভাবকের চোখের আড়াল হয়ে অন্য একটি গলিতে গিয়ে কাঁদছিল। আমাদের ফোর্স তাকে উদ্ধার করে হেফাজতে রাখে। পরে আমরা তার অভিভাবক খুঁজে শিশুটিকে হস্তান্তর করি।

জানা গেছে, শিশুটির পিতা মো. সেলিম উদ্দিন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সামনে নারিকেলের ডাব বিক্রি করেন। তার ব্যবস্তায় শিশুটি পাশের গলি ধরে হেঁটে পাঁচলাইশ আবাসিক এলাকার ভেতর হারিয়ে গিয়েছিল। শিশুটিকে ফিরে পেয়ে সেলিম পুলিশের প্রতি কৃতজ্ঞতা জানান।

বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ হলে ফয়সাল চৌধুরী নামে একজন পুলিশ সদস্যদের উদ্দেশ্য করে লিখেন, পিতার কোলে এই জান্নাতের বাগিচা তুলে দিয়েছেন এর থেকে বড়ো খুশি আর কি হতে পারে? আল্লাহ আপনার এবং আপনার পরিবারকে হেফাজত করুন দোয়া রইলো আপু।

প্রিতম দাশ গুপ্ত নামের একজন লিখেছেন, মানবতার সেবক পুলিশ বাহিনীদের জানাই কোটি কোটি সালাম।

মোহাম্মদ সালাউদ্দিন নামে একজন লিখেছেন, সম্মান এবং ভালোবাসা পুলিশের জন্য আছে, ছিল এবং থাকবে।

মন্তব্য নেওয়া বন্ধ।