ঘরপোড়া ছাইয়ে মা খুঁজছিলেন কিডনি নষ্ট ছেলের চিকিৎসার টাকা

‘আমার ছেলের চিকিৎসা টাকা পুড়ে ছাই হয়ে গেছে! কে দিবে আমার কিডনি নষ্ট ছেলের চিকিৎসার টাকা? চারদিকে ছাই আর ছাই।’
পুড়ে যাওয়া ঘরের শেষ অংশে কনকনে শীতে ভেজা কাপড় নিয়ে বসে এভাবে দুই চোখ ভিজিয়ে আকাশের দিকে তাকিয়ে কান্না করছেন পুড়ে যাওয়া মাটির ঘরের মালিক ৫৫ বছর বয়সের জরিনা বেগম।
বাতাসে পোড়া গন্ধ। ছাই ওল্টাতেই উড়ছিল ধোঁয়া। তাতে আরও হাহাকার বাড়ছিল পুড়ে যাওয়া ঘরের মালিকদের।

কিভাবে আগুনে লাগছে জানতে চাইলে জরিনা বেগম চট্টগ্রাম খবরকে জানান, ঘড়ির কাঁটা তখন ৭টার কাছাকাছি, হঠাৎ ঘরের পিছনে আগুন দেখতে পাই। চিৎকার করতেই স্থানীয়রা ছুটে আসে কোনরকম আমার অসুস্থ কিডনি নষ্ট ছেলেকে বের করেছে! আমি কোন কিছুই বের করতে পারিনি। আমার ছেলের চিকিৎসার জন্য অনেক কষ্ট করে টাকাগুলো জোগাড় করেছি। এখন আমাকে কে দিবে এতগুলো টাকা আমার।

অন্য দিকে আগুনে পুড়েছে আরো দুই ব্যক্তির ঘর। ঘরগুলোর মাঝে দূরত্ব না থাকায় খুব দ্রুত আগুন ছড়িয়েছে। আগুনে ক্ষতিগ্রস্ত ৩ ব্যক্তির মধ্যে দুই ব্যক্তি হলেন মোঃ আজম আলী, মোঃ সালাউদ্দীন।

শনিবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাঙ্গুনিয়া উপজেলার পোমরা ইউনিনের ৮নং ওয়ার্ডের আজিম নগর এলাকায় ৩টি বসতঘরে আগুন লাগে। এ ঘটনায় ৩ লক্ষ টাকার মতো ক্ষতি হয়েছে বলে রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিস নিশ্চিত করে।

রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা কামরুজ্জামান সুমন জানান, আগুন লাগার স্থানটি কাপ্তাই সড়কের পাশে হওয়ায় আমাদের টিম খুব দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছে এবং আগুন নিয়ন্ত্রণে আনে।

মন্তব্য নেওয়া বন্ধ।