চমেকসু ভিপি ডা. মশিউর আর নেই

দেশের খ্যাতিমান ক্যান্সার বিশেষজ্ঞ ও চট্টগ্রাম মেডিকেল কলেজ ছাত্র সংসদের (চমেকসু) সাবেক ভিপি ডা. মশিউর রহমান মোস্তাক আর নেই (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।

শনিবার (২৫ ডিসেম্বর) বিষয়টি চট্টগ্রাম খবরকে নিশ্চিত করেছেন তার ভাগনে, ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রামের প্রধান শরীফুল হাসান। তিনি বলেন, আমার মামা দিল্লির রামগঙ্গা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থা গতরাতে মারা গেছেন। দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সহায়তায় মামার লাশ দেশে আনার চেষ্টা চলছে। আপনারা সবাই আমার মামার জন্য দোয়া করবেন।

ডা. মশিউর রহমান মোস্তাক জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের সহকারী অধ্যাপক ছিলেন। ১৯৯০ সালের পরপর তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ ছাত্র সংসদের নির্বাচিত ভিপি ছিলেন। তিনি গরীব রোগীদের প্রায় ফি ছাড়াই চিকিৎসা সহযোগিতা দিতেন। ক্যান্সার রোগীদের জন্য তার বিশেষ মমতা ছিল।

ক্যান্সার আক্রান্ত রোগীরা যেন আধুনিক সব চিকিৎসা পায় সব সময় তার সেই চেষ্টা ছিল। তিনি জার্মান থেকে আধুনিক রেডিও থেরাপির ওপর উচ্চতর লেখাপড়া করেছেন। তার গ্রামের বাড়ি ফরিদপুর জেলায়।

মন্তব্য নেওয়া বন্ধ।