চলতি আইপিএলে ম্লান মুস্তাফিজ

চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) নিজের দ্বিতীয় ম্যাচেও উইকেট পেলেন না দিল্লি ক্যাপিটালসের বাংলাদেশী পেসার মুস্তাফিজুর রহমান। এক সময় যার বল মুহূর্তে ভয় ধারাতো ব্যাটসম্যানটের বুকে আজকে তাদের কাছে মুস্তাফিজ যেন স্বাচ্ছন্দের নাম। সব মিলিয়ে মুস্তাফিজের পারফরমেন্স যেন মলিন হয়ে গিয়েছে।

শনিবার(১৫ এপ্রিল) টুর্নামেন্টের ২০তম ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর বিপক্ষে ৩ ওভারে ৪১ রান দিয়ে উইকেটশূন্য থাকেন মুস্তাফিজ।

এ ম্যাচে টস জিতে প্রথমে বোলিং করতে নামে দিল্লি। তৃতীয় ওভারে প্রথমবারের মত বোলিং করতে এসে ২টি চারে ১০ রান দেন মুস্তাফিজ। ১০তম ওভারে দ্বিতীয়বার বোলিং করে ২টি ছক্কা ও ১টি চারে ১৯ রান দেন ফিজ। ১৯তম ওভারে তৃতীয়বারের মত আক্রমনে এসে ২টি চারে ১২ রান দেন মুস্তাফিজ। প্রথমে ব্যাট করে ব্যাঙ্গালুরু ২০ ওভারে ৬ উইকেটে ১৭৪ রান করেছে।

প্রথম তিন ম্যাচে ডাগ আউটে বসে থাকার পর দিল্লির চতুর্থ ম্যাচে এবারের আইপিএলে প্রথম খেলতে নামেন মুস্তাফিজ। মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ঐ ম্যাচে ৪ ওভারে ৩৮ রানে ১ উইকেট নিয়েছিলেন মুস্তাফিজ।

মন্তব্য নেওয়া বন্ধ।