চসিক প্রকল্প পরিচালকের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার আরও ১

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) প্রকল্প পরিচালক ও নির্বাহী প্রকৌশলী মো. গোলাম ইয়াজদানীর ওপর হামলা ও অফিস ভাংচুরের ঘটনায় মোঃ সাহাব উদ্দিন নামে আরও একজনকে আটক করেছে নগর গোয়েন্দা পুলিশ।
মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) ভোররাতে নগরীর লালখান বাজার পশ্চিম বাঘঘোনা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

বিষয়টি চট্টগ্রাম খবরকে নিশ্চিত করেন সিএমপির গোয়েন্দা বিভাগের (দক্ষিণ-উত্তর) উপ-পুলিশ কমিশনার নিহাদ আদনান তাইয়ান। তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত সাহাব উদ্দিন তার অপরাধ স্বীকার করেছেন। ঘটনার পর গ্রেপ্তার এড়াতে চট্টগ্রাম ও কক্সবাজারের বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিলো বলেও জানায় সাহাব উদ্দিন।

তিনি আরও জানান, গত ২৯ জানুয়ারী চসিকের প্রকল্প পরিচালক ও নির্বাহী প্রকৌশলী মো. গোলাম ইয়াজদানীর ওপর হামলা ও অফিসে ভাংচুর চালায় ১৫ থেকে ২০ জন ঠিকাদার। হামলার ঘটনায় খুলশী থানায় মামলা করা হলে সেদিন রাতে ৪ জনকে আটক করা হলেও হামলার নেতৃত্বদানকারী ও মামলার প্রধান আসামি সাহাব উদ্দিন আত্মগোপনে চলে যায়। পরবর্তীতে এ মামলার তদন্তভার ডিবি পুলিশের কাছে হস্তান্তর করা হলে তদন্তে নামে ডিবি। তারই ধারাবাহিকতায় তাকে খুলশী এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।

মন্তব্য নেওয়া বন্ধ।