চোরাই ওষুধসহ চমেক হাসপাতালের ওয়ার্ডবয় আটক

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ওষুধ চুরির ঘটনা নিত্য ঘটে। মাঝেমধ্যে গ্রেপ্তার হয় ওষুধ চোরদের কেউ কেউ। তবে চোরের দল থেমে থাকে না। হরহামেশাই চুরি হয় ওষুধ। এবার চোরাই ওষুধসহ মো. সাদ্দাম হোসেন (৩৩) নামের এক স্পেশাল ওয়ার্ড বয়কে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (৯ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেন চমেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক। তিনি বলেন, সরকারি ওষুধ বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাওয়ার সময় আমরা হাতেনাতে সাদ্দামকে গ্রেপ্তার করেছি। এসময় তার কাছে পাঁচ হাজার টাকার মূল্যের সরকারি ওষুধ পেয়েছি। চুরির অপরাধে তার বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে।

এক প্রশ্নের জবাবে চমেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক জানান, দীর্ঘ দিন ওষুধ চুরির সাথে সম্পৃক্ত সাদ্দাম গত ১৭ বছর স্পেশাল ওয়ার্ড বয় হিসেবে কর্মরত ছিল।

সাদ্দাম হোসেন ১৩ নম্বর মেডিসিন ওয়ার্ডের স্পেশাল ওয়ার্ডবয়। তিনি রাউজানের মোগারদীঘির মুজিবুল হকের পুত্র।

মন্তব্য নেওয়া বন্ধ।