টিইসিএনতে হাল্ট প্রাইজের ২য় আসরের টিম রেজিষ্ট্রেশন সম্পন্ন, স্পন্সর পূবালী ব্যাংক

সারাবিশ্বে তরুণদের মাঝে জনপ্রিয় হাল্ট প্রাইজ প্রতিযোগিতা দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ নোয়াখালীতে (টিইসিএন)। ইতিমধ্যেই প্রতিযোগিতাটির জন্য টিম রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। যা শুরু হয়েছিলো গত ১২ ডিসেম্বরে।

জানা গেছে, সম্প্রতি টিইসিএন হাল্ট প্রাইজ নিজেদের ব্যাকিং স্পন্সর হিসেবে পূবালী ব্যাংক যুক্ত হয়েছে। যা একটি সফল হাল্ট প্রতিযোগিতা আয়োজনে কার্যকরী ভূমিকা পালন করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ নোয়াখালীতে অনুষ্ঠিত হাল্ট প্রাইজ প্রতিযোগিতার পাশে থাকতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন পূবালী ব্যাংক লিমিটেডের মাইজদী শাখার ডেপুটি জেনারেল ম্যানেজার মো. মাইনুল ইসলাম। তিনি বলেন, এমন একটা প্রতিযোগিতায় পাশে থাকতে পারা আমাদের জন্যও আনন্দের।

টিইসিএন হাল্ট প্রাইজের চলতি আসরের হেড অফ অপারেশনস মো. নাহিয়ান হাসান বলেন, আমরা ইতিমধ্যে এবারের প্রতিযোগিতার জন্য টিম রেজিষ্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করেছি। অতি দ্রুত পরবর্তী কার্যক্রম অনুষ্ঠিত হবে। আমাদের এবারের প্রতিযোগিতায় স্পন্সর হিসেবে রয়েছে পূবালী ব্যাংক। এটি ছাত্রদের প্রতি পূবালী ব্যাংকের সহযোগিতাপূর্ণ মনোভাবের পরিচয় দেয়। যা আমাদের কার্যক্রমকে তরান্বিত করবে বলে আমি মনে করি।

মন্তব্য নেওয়া বন্ধ।