ফজরের নামাজের অজু করতে নদীর পাড়ে গিয়ে হাতির আক্রমণে মৃত্যু

রাঙামাটির বরকল উপজেলাধীন কুরকুটিছড়ি এলাকায় বন্যহাতির আক্রমণে মালেক মিয়া (৫৬) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। সোমবার (২৯ মে) কুরকুটিছড়ির ৮ নম্বর ওয়ার্ডের পূর্ব পাড়া এলাকায় এই ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন ২ নম্বর বরকল ইউনিয়নের ৭, ৮ এবং ৯ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য সুরভী আক্তার। তিনি বলেন, স্থানীয় বাসিন্দা মালেক ফজরের নামাজ পড়তে মসজিদ সংলগ্ন নদীর পাড়ে অজু করতে যান। এক ঘন্টায়ও তিনি ফিরে না আসায় পরিবারের লোকজন ঘাটে গিয়ে মালেককে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখতে পান।

এদিকে স্থানীয়দের অভিযোগ, প্রায় প্রতিদিনই বন্যহাতির পাল এলাকায় হামলা দিয়ে ফসলের ব্যাপক ক্ষতি সাধনের পাশাপাশি স্থানীয়দের বাড়ি-ঘর ভেঙে চুরমার করে দিচ্ছে। সংশ্লিষ্ট প্রশাসনের কোনো ধরনের উদ্যোগ না থাকায় স্থানীয় বাসিন্দারা বন্যহাতির আক্রমণে নিজেদের প্রাণহানি থেকে শুরু করে ব্যাপকভাবে ক্ষতির সম্মুখীন হলেও এই ক্ষেত্রে কোনো ধরনের ক্ষতিপূরণ পাচ্ছে না।

দ্রুত এই সমস্যা নিরসনের সংশ্লিষ্টতের পদক্ষেপ গ্রহনের দাবি জানান এলাকাবাসী।

মন্তব্য নেওয়া বন্ধ।