বর্ণিল আয়োজনে ৭ মার্চ উদযাপন করবে চসিক

বর্ণিল আয়োজনে ঐতিহাসিক ৭ই মার্চ জাতীয় দিবস ২০২৩ উদযাপন করতে যাচ্ছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)।
এ উপলক্ষে মঙ্গলবার (৭ মার্চ) টাইগারপাসস্থ নগর ভবনের সামনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণের মাধ্যমে কার্যক্রমের শুরু হবে। এরপর সকাল ১১টায় থিয়েটার ইনস্টিটিউটে আলোচনা সভা ও ডকুমেন্টারী প্রদর্শনী হবে।

এছাড়া গুরুত্বপূর্ণ রাস্তার মোড় ও আইল্যান্ডে বঙ্গবন্ধুর ছবি-ইতিহাস সংবলিত ৪টি ড্রপ ডাউন ব্যানার প্রদর্শিত হবে। আন্দরকিল্লা পুরানো নগর ভবন পার্কিং লট ও জামালখানে এল.ই.ডির মাধ্যমে ৭ই মার্চের ভাষণ প্রচার হবে। নগর ভবন ও গুরুত্বপূর্ণ স্থানসমূহে আলোকসজ্জা, ফোয়ারা এবং তোরণ নির্মাণ করা হবে। এছাড়া মাধ্যমিক পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠান সমূহে ৭ই মার্চ এর ভাষণের উপর প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

উল্লেখ্য ১৯৭১ সালের ৭ মার্চ তৎকালীন রেসকোর্স ময়দানের (বর্তমানে সোহরাওয়ার্দী উদ্যান) বিশাল জনসমাবেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যুগান্তকারী ভাষণের স্মারক হিসেবে দিনটি অবিস্মরণীয় হয়ে আছে।

মন্তব্য নেওয়া বন্ধ।