ভ্রাম্যমান আদালতের তোপের মুখে জরিমানা গুনলো— খুলশী মার্ট

গ্রিন কোম্পানি হিসেবে আত্মপ্রকাশ’ করার ঘোষণা দেওয়ার কুড়ি দিনের মাথায় গ্রাহকের নিরাপত্তা ঝুঁকি এবং নিজেদের কর্মীদের স্বাস্থ্য বিষয়ে উদাসীনতা দেখিয়ে ভ্রাম্যমান আদালতের তোপের মুখে পড়লো খুলশী মার্ট।

বৃহস্পতিবার (৩ মার্চ) চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলীর নেতৃত্বে পরিচালিত অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা গুনেছে খুলশী মার্ট।

বিষয়টি নিশ্চিত করে চসিকের জনসংযোগ কর্মকর্তা কালাম চৌধুরী বলেন, চসিকের উদ্যোগে নগরীর বিভিন্ন এলাকায় এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে পরিচালিত হয়েছে। আজকের অভিযানে কর্মীদের স্বাস্থ্য সনদ না থাকা ও অবহেলা দ্বারা সেবাগ্রহীতার নিরাপত্তা বিপন্নকারী কাজ করায় খুলশী মার্টকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অভিযানকালে চসিকের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা, কর্মচারী ও নগর পুলিশের সদস্যরা সহায়তা করেন।

জনস্বার্থে ভ্রাম্যমান আদালতের অভিযানে অব্যাহত থাকবে বলেও জানান চসিক কর্মকর্তা কালাম চৌধুরী।

মন্তব্য নেওয়া বন্ধ।