যুক্তরাষ্ট্র থেকে ২টি বোমা নিষ্ক্রিয়কারী রোবট পেল সিএমপি

প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র থেকে ২টি বোমা নিষ্ক্রিয়কারী রোবট পেয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কাউন্টার টেরোরিজম ইউনিট।

রোববার(২১ মে) রোবট দুটি পরিচালনায় দুই সপ্তাহের প্রশিক্ষণ শুরু হয়। এর আগে গত সপ্তাহে সিএমপির কাউন্টার টেরোরিজম ইউনিটের কাছে রোবট দুটি হস্তান্তর করে যুক্তরাষ্ট্র দূতাবাস।

সিএমপির কাউন্টার টেররিজম ইউনিটের সহকারী ডেপুটি কমিশনার (এডিসি) আসিফ মহিউদ্দিন বলেন, মার্কিন দূতাবাসের সন্ত্রাসবিরোধী সহায়তা কর্মসূচির অংশ হিসেবে রোবটগুলো বিনামূল্যে বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের কাছে হস্তান্তর করা হচ্ছে।

সিএমপির উপ-কমিশনার লিয়াকত আলী খান জানান, রোববার সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা এসে রোবট দুটি সেট আপ করে প্রশিক্ষণ শুরু করেন। কাউন্টার টেরোরিজম ইউনিটের ১৫ সদস্যকে অত্যাধুনিক এ রোবট পরিচালনায় প্রশিক্ষণ দেয়া হচ্ছে।

সিএমপি সূত্র জানায়, দূর থেকে নিয়ন্ত্রিত রোবটদুটি ঘটনাস্থলেই বিস্ফোরক নিষ্ক্রিয় করতে বা শারীরিক স্পর্শ ছাড়াই নিরাপদ স্থানে নিয়ে যেতে সক্ষম।

মন্তব্য নেওয়া বন্ধ।