শাহ আমানতে সিগারেটের প্যাকেটে মিললো দেড় কেজির অধিক স্বর্ণ

সংযুক্ত আরব আমিরাতের শারজাহ থেকে আসা এক যাত্রীর কাছ থেকে ২৪ ক্যারেটের ১৪টি স্বর্ণের বার উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর এবং জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) বিভাগের কর্মকর্তারা। উদ্ধারকৃত এসব স্বর্ণের ওজন ১ কেজি ৬৩১ গ্রাম।

শুক্রবার (২৬ জানুয়ারি) সকার ৯টা ৫৫ মিনিটে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে আন্তর্জাতিক আগমনি ২ নম্বর কনভেয়ার বেল্ট থেকে এসব স্বর্ণের বার উদ্ধার করা হয়। যার আনুমানিক দাম ১ কোটি ২৮ লাখ ১৬ হাজার টাকা।

বিষয়টি নিশ্চিত করে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর জানায়, আন্তর্জাতিক আগমনি ২ নম্বর কনভেয়ার বেল্টে একটি লাগেজের সঙ্গে সিগারেটের প্যাকেটও দেখা যায়। বিশেষ কায়দায় সিলভার কালারের স্কসটেপ দিয়ে মোড়ানো অবস্থায় সিগারেটের ওই প্যাকেট থেকে ১৪টি স্বর্ণবার (২৪ ক্যারেট) উদ্ধার করা হয়। যার ওজন ১ কেজি ৬৩১ গ্রাম।

এ বিষয়ে পরবর্তী আইনানুগ কার্যক্রম চলমান রয়েছে বলেও জানায় শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর

মন্তব্য নেওয়া বন্ধ।