সন্দ্বীপে ডাকাতের হামলায় আহত ৩

চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলায় ডাকাতের হামলায় একই পরিবারের নারী ও শিশুসহ ৩ জন গুরুতর আহত হয়েছে। রোববার (৫ মার্চ) ভোরে উপজেলার মগধরা ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের ব্যবসায়ী আজিমের বাড়িতে এ ঘটনা ঘটে।

ডাকাতির বিষয়ে ভুক্তভোগীদের বরাত দিয়ে সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম বলেন, আজ ভোরে ডাকাতদল ব্যবসায়ী মুস্তাফিজুর রহমান আজিমের ঘরে ঢুকে তাণ্ডব চালায়। এসময় আজিমকে কুপিয়ে জখম করে এবং তার স্ত্রী সন্দ্বীপ পাবলিক হাইস্কুলের শিক্ষিকা মাইমুনা খানম নিপা ও শিশু কন্যাকে মারধর করে নগদ টাকা, স্বর্ণালংকার ও মোবাইলসহ বিভিন্ন জিনিসপত্র লুট করে নিয়ে যায়। আহতরা চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

তিনি আরও বলেন, ডাকাতির ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করতে অভিযান চলছে।

ঘটনাস্থল পরিদর্শন করেছেন সন্দ্বীপ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সম্রাট খীসা, সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম ও মগধরা ইউপি চেয়ারম্যান এসএম আনোয়ার হোসেন।

মন্তব্য নেওয়া বন্ধ।