হালদায় ৩ হাজার মিটার ভাসান জাল জব্দ

চট্টগ্রামের হাটহাজারীর হালদা নদীতে অভিযান চালিয়ে ৩ হাজার মিটার অবৈধ সুতার ভাসান জাল জব্দ করেছে নৌ পুলিশ। এসময় প্রতিটি ৫০০ মিটার করে মোট ৬টি জাল জব্দ করা হয়।

রবিবার (২ অক্টোবর) দুপুরে হালদা নদীর কদুরখিল ও হালদা নদীর মোহনা এলাকায় অভিযান চালিয়ে পাতানো অবস্থায় এসব জাল জব্দ করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন হালদার অস্থায়ী নৌ পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. এনামুল হক।

তিনি বলেন, হালদা নদীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৩ হাজার মিটার অবৈধ সুতার জাল জব্দ করা হয়েছে।হালদা নদীতে অভিযান ও টহল অব্যাহত আছে।

প্রসঙ্গত, হালদা বাংলাদেশের একমাত্র প্রাকৃতিক মৎস প্রজনন ক্ষেত্র। এর সুরক্ষায় সরকার নদীটিকে ‘বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ’ ঘোষণা করেছেন। তবে কিছু অসাধু চক্র হালদা নদী থেকে মা মাছ শিকার, বালু উত্তোলন ও হালদার স্বাভাবিক জীববৈচিত্র্য বিনষ্ট হয় এমন কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

মন্তব্য নেওয়া বন্ধ।