চট্টগ্রামে চোখ রাঙাচ্ছে করোনা, শনাক্ত ২৩ জন

গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে এক হাজার ৪৬৭ জনের নমুনা পরীক্ষা করে ২৩ জনের দেহে পাওয়া গেছে করোনার বিষ। শনাক্তের হার ১ দশমিক ৫৬ শতাংশ। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় কারও মৃত্যু হয়নি।

সোমবার (৩ জানুয়ারি) সকালে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী জানান, নতুন করে আক্রান্তদের মধ্যে ১৫ জন নগরের এবং আটজন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে একজন, ফৌজদারহাট বিআইটিআইডি ল্যাবে তিনজন, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ল্যাবে দুজন, অ্যান্টিজেন টেস্টে দুজন, ইমপেরিয়াল হাসপাতাল ল্যাবে একজন, শেভরন ক্লিনিক্যাল ল্যাবে তিনজন নতুন রোগী শনাক্ত হন।

এছাড়া চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে একজন, জেনারেল হাসপাতাল আরটিআরএল ল্যাবে একজন, মেডিকেল সেন্টার হাসপাতাল ল্যাবে তিনজন, ইপিক হেলথকেয়ার ল্যাবে একজন এবং মেট্রোপলিটন হাসপাতাল ল্যাবে পাঁচজন নতুন রোগী পাওয়া গেছে।

২০ দিন ধরে করোনা আক্রান্ত হয়ে প্রাণহানি না ঘটায় কিছুটা স্বস্তি থাকলেও আগামী দুই সপ্তাহ শনাক্ত বাড়ার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।

করোনা শনাক্ত বাড়ার ব্যাপারে চট্টগ্রামের জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী বলেন, ‘প্রায় এক সপ্তাহ ধরে চট্টগ্রামে করোনা শনাক্ত বাড়ছে। সবাইকে সতর্ক থাকতে হবে।’

এ পর্যন্ত শনাক্তের সংখ্যা দাঁড়ালো এক লাখ দুই হাজার ৬৮১ জনে। জেলায় এ পর্যন্ত মৃত্যু হয়েছে এক হাজার ৩৩২ জনের।

মন্তব্য নেওয়া বন্ধ।