কর্ণফুলীতে ইউপি চেয়ারম্যানের মৃত্যু, অর্থ প্রতিমন্ত্রীর শোক

হৃদরোগে আক্রান্ত হয়ে চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার জুলধা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হাজী নুরুল হক চৌধুরী ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শুক্রবার (১২ জুলাই) বিকেল সাড়ে ৫টায় চট্টগ্রাম নগরীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬০ বছর।

ইউপি চেয়ারম্যান নুরুল হকের মৃত্যুতে শোক জানিয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ প্রতিমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক ওয়াসিকা আয়শা খান এমপি।

অর্থ প্রতিমন্ত্রী মরহুমের রুহের মাগফেরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজন ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

স্থানীয় সাবেক ইউপি সদস্য মোহাম্মদ নুরুল হক বলেন, হঠাৎ অসুস্থতা অনুভব করলে তাকে হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তার মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমেছে।

মন্তব্য নেওয়া বন্ধ।