রাঙামাটির কাপ্তাই উপজেলার ১ নম্বর চন্দ্রঘোনা ইউনিয়নের কয়লারডিপু এলাকায় নিরাপদ খাদ্য নিশ্চিতকল্পে বাজার মনিটরিং পরিচালনা করছেন উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মো. ইলিয়াছ।
শনিবার (১৫ জুলাই) সকালে বিভিন্ন দোকান পরিদর্শন করা হয়।
উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মো. ইলিয়াছ বলেন, বাজার মনিটরিংয়ে বেশ কয়েকটি দোকান পরিদর্শন করা হয়েছে। এ সময় পণ্যের মেয়াদ না থাকায় জব্দ-জরিমানার পাশাপাশি বেশ কয়েকটি দোকানের মালিককে সতর্ক করা হয়েছে।
সেইসাথে নিরাপদ খাদ্য আইনে নোটিশ প্রদান এবং স্বাস্থ্য শিক্ষা প্রদান করা হয় বলে জানান তিনি।
মন্তব্য নেওয়া বন্ধ।