কাপ্তাইয়ে বিনামূল্যে সূর্যমুখী বীজ-সার বিতরণ

২০২৩-২৪ অর্থবছরে রবি মৌসুমে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সহায়তায় কাপ্তাই উপজেলার ১০০ জন কৃষকের মাঝে বিনামূল্যে সূর্যমুখী বীজ ও সার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ নভেম্বর) সকালে কাপ্তাই উপজেলা কৃষি অধিদপ্তর কার্যালয়ে এই চারা বিতরণ করা হয়।

বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য ও কৃষি কমিটির আহ্বায়ক অংসুইসাইন চৌধুরী। কাপ্তাই উপজেলা কৃষি অফিসার মো. ইমরান আহমেদের সভাপতিত্বে এ বিতরণ অনুষ্ঠানে বিভিন্ন ইউনিয়নের উপকারভোগী কৃষক-কৃষাণী উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে রাঙামাটি জেলা পরিষদ সদস্য অংসুই ছাইন চৌধুরী জানান, জেলা পরিষদের অর্থায়নে পরবর্তীতে সূর্যমুখীর তেল নিষ্কাশন মেশিনের ব্যবস্থা করার পদক্ষেপ গ্রহন করা হবে।

এছাড়া উপজেলা কৃষি অফিসার ইমরান আহমেদ জানান, সূর্যমুখী তেল ভোজ্যতেল হিসেবে খুবই উৎকৃষ্টমানের। সারাদেশের মতো কাপ্তাই উপজেলায় সূর্যমুখী চাষের সুযোগ রয়েছে। বিভিন্ন কর্মসূচির মাধ্যমে উৎপাদিত সূর্যমুখী দেশের ভোজ্যতেলের চাহিদাপূরণের পাশাপাশি পুষ্টি উন্নয়নে ভূমিকা রাখবে।

প্রসঙ্গত, প্রতিজন কৃষককে ১ কেজি হাইব্রিড সূর্যমুখী বীজ, ১০ কেজি জিপসাম সার ও ৫ কেজি ডিএপি সার বিতরণ করা হয়।

মন্তব্য নেওয়া বন্ধ।