কেরানীগঞ্জে ক্যামব্রিয়ান স্কুল এণ্ড কলেজের নিজস্ব ক্যাম্পাস উদ্বোধন

রাজধানীর কাছে দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদের রিভারভিউ প্রজেক্টে বিএসবি ফাউণ্ডেশন পরিচালিত ক্যামব্রিয়ান স্কুল এণ্ড কলেজ ও মেট্রোপলিটন কলেজের নিজস্ব ক্যাম্পাস উদ্বোধন করা হয়েছে। নিজস্ব জমির ওপর ১০তলা ভবনের এই ক্যাম্পাসে আগামী শিক্ষাবর্ষ থেকে শিক্ষা ব্যবস্থা পরিচালনায় আধুনিক সব সুবিধা বিদ্যমান থাকবে।

শনিবার আনুষ্ঠানিকভাবে এই ক্যাম্পাসের উদ্বোধন করেন কেরাণীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীন আহমেদ। বিএসবি-ক্যামব্রিয়ান এডুকেশন গ্রুপের চেয়ারম্যান লায়ন এম. কে. বাশার পিএমজেএফ-এর সার্বিক পরিকল্পনা ও দিকনির্দেশনায় শিক্ষার আধুনিক সকল কার্যক্রম সম্বলিত এই প্রতিষ্ঠানটি স্থাপন করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান শাহীন আহমেদ বলেন, দেশের আধুনিক ডিজিটাল শিক্ষা ব্যবস্থায় বিএসবি ফাউন্ডেশন-এর শিক্ষাপ্রতিষ্ঠানগুলো ইতোমধ্যে ব্যাপক সাফল্য অর্জন করেছে। কেরাণীগঞ্জের প্রত্যন্ত অঞ্চলে নবাগত এই শিক্ষাপ্রতিষ্ঠানটি মেধাবী ছাত্র-ছাত্রী তৈরিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আমি বিশ্বাস করি।

অনুষ্ঠানের প্রধান বক্তা লায়ন এম. কে. বাশার বিএসবি ফাউন্ডেশন প্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সার্বিক ব্যবস্থাপনা, কার্যক্রম এবং সুযোগ-সুবিধাসহ নানাদিক তুলে ধরেন। সেইসঙ্গে বিএসবি গ্লোবাল নেটওয়ার্কের মাধ্যমে দেশ ও বিদেশের স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা অধ্যয়নের ক্ষেত্রে ভর্তি ও ভিসা সাপোর্ট, সার্ভিস চার্জ, ফাইল প্রসেসিংসহ নানান সুযোগ সুবিধার বিষয়ে অবহিত করেন।

এ সময় বিএসবি-ক্যামব্রিয়ান গ্রুপের ভাইস চেয়ারম্যান খন্দকার সেলিমা রওশন, বিএসবি ফাউণ্ডেশন পরিচালিত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর অধ্যক্ষ, শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীসহ স্থানীয় সুধিজন ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, বিএসবি ফাউন্ডেশন পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠান ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ ২০০৫ সাল থেকে বাংলাদেশের শিক্ষা বিস্তারে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এই ফাউন্ডেশনের অধীনে ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ (ঢাকা, চট্টগ্রাম, আখাউড়া ও নারায়ণগঞ্জ), কিংস স্কুল অ্যান্ড কলেজ, মেট্রোপলিটন স্কুল অ্যান্ড কলেজ এবং উইনসাম স্কুল অ্যান্ড কলেজ বাংলাদেশে আধুনিক ও ডিজিটাল শিক্ষা বিস্তারে অবদান রাখছে।
ইতোমধ্যে এই শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বিভিন্ন শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষায় মেধা তালিকায় স্থান পেয়েছে। এসব প্রতিষ্ঠানে কৃতিত্বপূর্ণ ফলাফলের পাশাপাশি শিক্ষার্থীদের নাচ, গান, আবৃত্তি, ড্রইং, বিতর্ক প্রতিযোগিতা ও বিভিন্ন খেলাধুলাসহ Graphics Design, Coding, 3D Animation, Python Programming, Robotics প্রশিক্ষণের সুযোগ রয়েছে। এছাড়াও ক্যামব্রিয়ান ইনস্টিটিউট অব মর্ডান ল্যাংগুজেস-এর অধীনে IELTS, Cambridge Assessment English, Aptis কোর্স করানো হয়।

মন্তব্য নেওয়া বন্ধ।