খাগড়াছড়িতে পুলিশের হাতে ইয়াবাসহ ৩ যুবক গ্রেপ্তার

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় বিশেষ অভিযানে ২০২ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন যুবককে গ্রেফতার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার (২৬ জুন) সকালে উপজেলার বোয়ালখালী ইউনিয়নের পশ্চিম কাঁঠালতলী এলাকা থেকে তাদের আটক করা হয়।

দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া জানান, ভোর আনুমানিক সাড়ে ৪টার দিকে থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শফিকুল ইসলাম শফিকের নেতৃত্বে থানার জরুরী টিমের সদস্যরা যৌথভাবে অভিযান চালিয়ে ২০২ পিস ইয়াবাসহ আটক করে।

গ্রেফতারকৃতরা উপজেলার বোয়ালখালী ইউনিয়নের পশ্চিম থানা পাড়া (পোমং পাড়া) বাসিন্দা নেপাল শীলের ছেলে নয়ন শীল(২৫) ও জামতলী সুধীর মেম্বার পাড়ার বাসিন্দা আব্দুল মোতালেবের ছেলে মো. সুমন আলী (২৫) এবং মো. ইউসুফের ছেলে মো. মিনহাজ উদ্দিন (২৪)।

থানা সূত্রে জানা যায়, ইয়াবাসহ আটককৃতদের থানায় নিয়ে আসা হলে, আটককৃত দের ছাড়িয়ে নিতে থানা পুলিশের সাথে ভাগ বিতণ্ডায় জড়ায় স্থানীয় যুবক মোঃ জাহাঙ্গীর। পরে ওই যুবককে আটক করে পুলিশ। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিততে মুচলেকা দিয়ে ছাড়া পেলেন।

পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে দীঘিনালা থানায় মামলা দায়ের করা হয়েছে এবং মামলার তদন্ত প্রক্রিয়া চলমান রয়েছে।

ওসি জাকারিয়া বলেন, মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। আটককৃতদের জিজ্ঞাসাবাদের মাধ্যমে তাদের সঙ্গে জড়িত অন্যা কেউ থাকলে তাদেরও শনাক্ত করা হবে।

মন্তব্য নেওয়া বন্ধ।