গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার শুরু

হামাসের সঙ্গে শান্তিচুক্তি মন্ত্রীসভায় অনুমোদনের পর যুদ্ধবিরতির শর্ত মেনে গাজা থেকে সেনা প্রত্যাহার শুরু করেছে ইসরায়েল।

শুক্রবার (১০ অক্টোবর) দুপুরে আল জাজিরা তার লাইভ আপডেটে এ তথ্য নিশ্চিত করেছে। ইসরায়েলি কিছু সামরিক ব্রিগেড এবং ডিভিশন গাজা সিটি থেকেও সরে এসেছে বলে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যমটি।

আল-জাজিরা আরও বলেছে, উত্তর গাজার সীমান্ত দিয়ে বাস্তুচ্যুত ফিলিস্তিনি পরিবারগুলো যুদ্ধবিধস্তত উপত্যকায় প্রবেশ শুরু করেছে।

এ ছাড়া জোরপূর্বক বাস্তুচ্যুত করা ফিলিস্তিনি পরিবারগুলো শরণার্থী এলাকার পশ্চিম অংশ থেকে গাজা সিটিতে ফিরে যেতে শুরু করেছে।

মধ্য গাজার নুসাইরাত শরণার্থী শিবিরে থাকা পরিবারগুলো গাজার উত্তর দিকে যেতে শুরু করলেও তারা এখনও নেটজারিম করিডোরের সেই এলাকায় প্রবেশের জন্য অপেক্ষা করছে, যেখানে ইসরায়েলি সেনাবাহিনী কাজ করত।

তারা মূলত অপেক্ষা করছে শেষ ইসরায়েলি ট্যাঙ্কটি কখন ওই অঞ্চল ছেড়ে যাবে এবং কখন তারা মূল ভূখণ্ডে প্রবেশ করবে।

কিন্তু সবচেয়ে বিতর্কিত বিষয় হল, আজ ভোরেও গাজা সিটিতে ইসরায়েল ড্রোন, যুদ্ধবিমান এমনকি কামানের গোলা নিক্ষেপ করে ভয়াবহ হামলা করেছে।

বাস্ত্যুচ্যুত ফিলিস্তিনিরা সকালে গাজায় ফেরার জন্য যেসব জায়গায় জড়ো হচ্ছিল, সেখানেও ইসরায়েলি বাহিনী ধারাবাহিক হামলা চালিয়েছে।

মন্তব্য নেওয়া বন্ধ।