আলোচিত-সমালোচিত ব্যবসায়ী গোষ্ঠী এস আলম গ্রুপের গাড়ি সরানোর ঘটনায় জড়িত থাকার অভিযোগ ওঠায় চট্টগ্রাম দক্ষিণ জেলা কমিটি বিলুপ্ত করেছে বিএনপি। গতকাল রবিবার রাতে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে কমিটি বিলুপ্ত করার সিদ্ধান্ত গণমাধ্যমে জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘আজ (গতকাল রবিবার) দলের গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত করা হয়েছে। পরবর্তী কমিটি ঘোষিত না হওয়া পর্যন্ত চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির নামে কোনো সাংগঠনিক কার্যক্রম চালানো যাবে না।
গত বৃহস্পতিবার চট্টগ্রামের একটি কারাখানা থেকে এস আলম গ্রুপের বেশ কয়েকটি বিলাসবহুল গাড়ি বের হয়। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে খবর ছড়িয়ে পড়ে এবং গণমাধ্যমে খবর প্রকাশিত হয়। এই খবরের ভিত্তিতে দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ানসহ তিন নেতাকে কারণ দর্শানোর চিঠি দেয় বিএনপি। এই নেতারা হলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ান, যুগ্ম আহ্বায়ক এনামুল হক এবং কর্ণফুলী থানা বিএনপির আহ্বায়ক এস এম মামুন মিয়া।
এ নিয়ে গতকাল রাতে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলের জাতীয় স্থায়ী কমিটির একজন সদস্যসহ গুরুত্বপূর্ণ এক নেতার সঙ্গে স্কাইপিতে কথা বলেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার পরই চট্টগ্রাম দক্ষিণ জেলা কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে বলে দলের নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে।
মন্তব্য নেওয়া বন্ধ।