মেজর সিনহার খুনি প্রদীপ-লিয়াকত চট্টগ্রাম কারাগারে

সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খানের দুই খুনি প্রদীপ কুমার দাশ ও লিয়াকত আলীকে কক্সবাজার কারাগার থেকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হয়েছে।

শনিবার (৫ ফেব্রুয়ারি) দুপুর দেড়টায় তাদের বহনকারী গাড়ি চট্টগ্রাম কারাগারে এসে পৌঁছায় বলে জানান চট্টগ্রামের সিনিয়র জেল সুপার শফিকুল ইসলাম খান।

তিনি বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে মেজর সিনহা হত্যায় মৃত্যুদণ্ডাদেশ প্রাপ্ত প্রদীপ কুমার দাশ ও লিয়াকত আলীকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে আনা হয়েছে। তাদেরকে কারাগারের ৩২ নম্বর সেলে রাখা হয়েছে।

চট্টগ্রাম কারাগারে আনার আগে তারা কক্সবাজার কারাগারে কনডেম সেলে ছিলেন। উচ্চ আদালত তাদের মৃত্যুদণ্ডাদেশ বাতিল কিংবা স্থগিত না করলে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া পর্যন্ত তারা একানী নির্জন সেলে মৃত্যুর প্রহর গুণবেন।

প্রসঙ্গত, সিনহা হত্যা মামলায় গত ৩১ জানুয়ারি প্রদীপ ও লিয়াকতকে মৃত্যুদণ্ড দেন কক্সবাজারের জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইলের আদালত। একই রায়ে তিন পুলিশ সদস্য ও প্রদীপের তিন সহযোগী টেকনাফের বাসিন্দাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়।

আরও পড়ুন:
মেজর সিনহার দুই খুনি পৃথক কনডেম সেলে, নির্দোষরা কারামুক্ত
সিনহা হত্যায় লিয়াকত ও প্রদীপের মৃত্যুদণ্ড

এসএ

মন্তব্য নেওয়া বন্ধ।