রাঙামাটির লংগদু উপজেলায় অভিযান চালিয়ে প্রায় ৩০ লাখ টাকার অবৈধ ভারতীয় সিগারেট জব্দ করেছে বাংলাদেশ সেনাবাহিনী।
সেনা সূত্র জানায়, ভারত থেকে চোরাই পথে অবৈধভাবে সিগারেট দেশে প্রবেশ করছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে লংগদু জোনের সদস্যরা অভিযান চালান। মারিশ্যা থেকে খেদারমারা হয়ে দুরছড়ি-পাবলাখালী এলাকার মধ্য দিয়ে পেয়ারা ছড়া ও লেম্বু ছড়ি পথে অবৈধ পণ্য প্রবেশের তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালিত হয়।
জোন কমান্ডার লে. কর্নেল মীর মোর্শেদের নির্দেশনায় উপ অধিনায়ক মেজর রিফাত উদ্দিন আহমেদ লিওনের তত্ত্বাবধানে সাব-জোন কমান্ডার মেজর ফেরদৌস ও সিনিয়র ওয়ারেন্ট অফিসার রফিকের নেতৃত্বে দুইটি বিশেষ অপারেশন দল লেম্বুছড়ি মদন ঘাট এলাকায় অবস্থান নেয়।
এ সময় নদীর ঘাটে একটি নৌকাকে সন্দেহজনক মনে হলে সেটি থামানোর চেষ্টা করে সেনাবাহিনী। কিন্তু চোরাকারবারীরা ঝড়-বৃষ্টির মধ্যে নৌকা ফেলে পালিয়ে যায়। পরে তল্লাশি চালিয়ে নদীর চরের মাঝ থেকে বস্তাবন্দী অবস্থায় বিপুল পরিমাণ ভারতীয় সিগারেট উদ্ধার করা হয়।
জব্দ করা সিগারেটের আনুমানিক বাজারমূল্য ২৫ থেকে ৩০ লাখ টাকা বলে সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে।



মন্তব্য নেওয়া বন্ধ।