পাহাড়ি এলাকায় সীমান্তবর্তী হওয়ায় মাদক ও অবৈধ পণ্যের চোরাচালান দিন দিন বেড়ে চলছে। বিজিবি, সেনাবাহিনীসহ বিভিন্ন নিরাপত্তা সংস্থা মাদক ও চোরাচালান ঠেকাতে একযোগে অভিযান চালাচ্ছে, কিন্তু চোরাকারবারিরা নতুন নতুন কৌশল অবলম্বন করছে।
লংগদু জোন অধিনায়ক লে. কর্নেল মীর মোর্শেদের নির্দেশনায় মঙ্গলবার সন্ধ্যায় সেনাবাহিনীর একটি বিশেষ টহলদল গাঁথাছড়া এলাকায় অভিযান চালিয়ে ভারত থেকে অবৈধভাবে দেশে প্রবেশকৃত সিগারেটসহ লংগদু উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ ফিরোজকে আটক করে।
মেজর রিফাত উদ্দিন লিওনের নেতৃত্বে টহলদল দুটি ভাগে বিভক্ত হয়ে মাইনী খালের দুইপাশে অবস্থান নেয়। সন্দেহভাজন একটি নৌকা আটকানোর চেষ্টা করলে চোরাকারবারিরা নদীতে লাফ দেয়। দ্রুত স্রোত এবং অন্ধকারের মধ্যেও একজনকে ধরে ফেলতে সক্ষম হয় সেনাবাহিনী। পরে ওই নৌকা তল্লাশি করে বিপুল পরিমাণ ভারতীয় সিগারেট জব্দ করা হয়।
আটক মোহাম্মদ ফিরোজ মাইনী ইউনিয়নের গাঁথাছড়া মিস্তিরি টিলা ৮নম্বর ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা। অভিযোগ রয়েছে, তিনি ছাত্রদলের ছায়াতলে থেকে এই ধরনের অপরাধমূলক কার্যক্রম পরিচালনা করতেন।
সেনাবাহিনী জানিয়েছে, ভারতীয় এসব অবৈধ সিগারেট দীঘিনালা হয়ে খাগড়াছড়িতে পৌঁছাতে চোরাকারবারিরা বাঘাইছড়ি, মারিশ্যা ও কাপ্তাই হ্রদ ব্যবহার করে থাকে। অভিযান চালিয়ে এই চোরাচালান বন্ধ করতে তারা সচেষ্ট।



মন্তব্য নেওয়া বন্ধ।