লঞ্চে আগুন- ঝালকাঠি গেলেন খালিদ মাহমুদ

ঢাকা থেকে বরগুনাগামী লঞ্চে আগুন লাগার ঘটনায় পরিস্থিতি পর্যবেক্ষণ ও সার্বিক অবস্থা জানতে ঝালকাঠি গেছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

শুক্রবার (২৪ ডিসেম্বর) সকালে নৌপরিবহন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম খান গণমাধ্যমকে এ তথ্য জানান।

লঞ্চে আগুনে হতাহতের ঘটনায় গভীর শোক ও দুখ প্রকাশ করেছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী। এক শোকবার্তায় প্রতিমন্ত্রী নিহতদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান। তিনি আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন।

প্রসঙ্গত, ঢাকা থেকে বরগুনাগামী এম‌ভি অভিযান-১০ নামক ল‌ঞ্চটি ঝালকাঠির নলছিটি উপজেলায় সুগন্ধা নদীতে পৌঁছালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে শুক্রবার সকাল ১০টা পর্যন্ত ৩৮ জনের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মীরা। নারী-শিশুসহ ৭০ জনের বেশী বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। লঞ্চে হাজারের বেশী যাত্রী ছিল বলে জানা গেছে।

মন্তব্য নেওয়া বন্ধ।