চুয়েটে ‘নিম্ন আয়ের লোকেদের জন্য স্যানিটেশন’ কর্মশালা অনুষ্ঠিত

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) পুরকৌশল বিভাগ এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় ‘নিম্ন-আয়ের লোকেদের জন্য বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার সমাপনী এবং সনদ বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

মঙ্গরবার (৬ জুন) বিকালে পুরকৌশল বিভাগের সেমিনার কক্ষে আয়োজিত এই কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়েটের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম।

এতে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল ট্রেনিং নেটওয়ার্কের পরিচালক অধ্যাপক ড. তানভীর আহমেদ। চুয়েটের পুরকৌশল বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. আসিফুল হকের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন পুরকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মইনুল ইসলাম এবং স্যানিটেশন লিডার হাবিবুর রহমান।

এই প্রশিক্ষণ কর্মশালা ৬টি টেকনিক্যাল সেশন চট্টগ্রামস্থ আরেফিন নগরের একটি প্রতিষ্ঠানে মাঠ পর্যায়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার মোট ৩৫ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন।

মন্তব্য নেওয়া বন্ধ।