আনোয়ারায় শিক্ষার্থীদের গ্রাফিতিতে সম্প্রীতির বার্তা

চট্টগ্রামের আনোয়ারা সদরে দেয়ালে দেয়ালে সাম্প্রদায়িক সম্প্রীতি, দেশের ইতিহাস ও ছাত্র আন্দোলনের উত্তাল দিনগুলোর চিত্র ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন শিক্ষার্থীরা। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও স্থাপনার দেয়ালে শোভা পাচ্ছে শিক্ষার্থীদের আঁকা গ্রাফিতি।

বৃহস্পতিবার(১৫ আগস্ট) সরজমিনে দেখা গেছে, আনোয়ারা সদরে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন নিয়ে দেয়ালে সাম্প্রদায়িক সম্প্রীতি, দেশের ইতিহাস ও ছাত্র আন্দোলনের উত্তাল দিনগুলোর চিত্র ফুটিয়ে তোলার চেষ্টায় বিভিন্ন গ্রাফিতি অঙ্কন করে রেখেছেন শিক্ষার্থীরা। একই সাথে প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে স্বাক্ষাতসহ জনসচেতনতা মূলক প্রচারণাও চালাচ্ছেন তারা।

জানা গেছে, গত কয়েকদিন ধরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের সংগঠন আনোয়ারা স্টুডেন্টস এসোসিয়েশন নামে একটি সংগঠন এসব গ্রাফিতি আঁকছেন।

এতে অংশ নেওয়া শিক্ষার্থীদের মধ্যে উপস্থিত ছিলেন, তারেক নিজাম, ইয়াছিন আরাফাত মিছবাহ, মেহেদী হাসান সাগর, মো. হানিফ, রবিউল হোসেন, আবদুর রহমান, আহাদ, মোহাম্মদ ইমরান, মায়মুনা রাবেয়া, ওয়াসী, রেখা, রিপা, সাবরিনা, সুমাইয়া আকতার, সানজিদা আকতার, নিশাত সুলতানা, এনিসহ বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা রং তুলিতে সাম্প্রদায়িক সম্প্রীতি আন্দোলনের নানা শ্লোগান ফুটিয়ে তুলেছেন। আঁকছেন ছাত্র-জনতার আন্দোলনের নানা চিত্রকর্ম, বিভিন্ন দেয়ালে লেখা হচ্ছে ‘ধর্ম যার যার, দেশ সবার’। এছাড়াও বাংলাদেশের মানচিত্রে রঙিন হয়ে উঠেছে দেয়াল। দেয়ালের চিত্রকর্মে ৫ আগস্ট শেখ হাসিনার দেশত্যাগের ওই দিনটিকে ৩৬ জুলাই স্বাধীনতা দিবস হিসেবেও উল্লেখ করছেন শিক্ষার্থীরা।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মেহেদী হাসান বলেন, শুধু বাক স্বাধীনতা নয়, দেশের সংস্কারের জন্যও কাজ করব আমরা। অপর শিক্ষার্থী ইয়াছিন আরাফাত মিছবাহ বলেন, সবার জন্য বাংলাদেশ, গড়ার লক্ষ্য নিয়ে কাজ করছে ছাত্র সমাজ।

মন্তব্য নেওয়া বন্ধ।