অপরূপ সৌন্দর্য, নিরাপদ ও শান্তিপ্রিয় দেশ সংযুক্ত আরব আমিরাত। আজ ২ ডিসেম্বর দেশটির ৫২তম জাতীয় দিবস। স্বাধীনতা লাভের ৫২ বছরে অবকাঠামোগত উন্নয়নে দেশটি এখন অপূর্ব সৌন্দর্যের এক লীলাভূমি। রয়েছে বিশ্বের উন্নত দেশের প্রথম সারিতে এবং বিশ্বের বসবাসযোগ্য নিরাপদ শীর্ষ দেশের তালিকায়ও। অপরদিকে ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট অনুযায়ী বিশ্বের সুখী দেশের তালিকায়ও রয়েছে আমিরাত।
তাছাড়া দেশটিতে পর্যটক আকর্ষণে বিশেষ করে দুবাইয়ে রয়েছে পবিত্র কোরআন পার্ক, গিনেস বুকে স্থান পাওয়া মিরাক্ল গার্ডেন, প্রজাপতির বাগান, বিশ্বের সর্বোচ্চ ভবন বুর্জ খলিফা, বুর্জ আল আরব হোটেল, অষ্টম আশ্চর্য দ্বীপ জুমাইরাহ পাম আইল্যান্ড, আধুনিক স্থাপত্য শিল্পের অতুলনীয় অপরূপ সৌন্দর্যের বিখ্যাত শেখ জায়েদ মসজিদ, বিশ্বের দৃষ্টিনন্দন জাদুঘর মিউজিয়াম অব দ্য ফিউচারসহ আরো অনেক কিছু। যার জন্য প্রতিদিন বিশ্বের বিভিন্ন দেশ থেকে দেশটিতে ছুটে আসেন পর্যটকরা।
দিবসটি উপলক্ষে আমিরাতের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী ও প্রাদেশিক শাসকগণ পৃথক পৃথক বাণী দিয়েছেন। বাণীতে নাগরিকদের সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়। ১৯৭১ সালের এদিনে বৃটিশ সাম্রাজ্য থেকে দেশটি স্বাধীনতা লাভ করে। সে থেকেই এদিনটিকে জাতীয় দিবস হিসেবে পালন করে আসছে আমিরাত।
৫২তম জাতীয় দিবসটিকে ঘিরে পুরো আমিরাতেই চলছে উৎসবের আমেজ। আবুধাবি, দুবাই,শারজাহ,আজমান,ফুজাইরাহ, রাস আল খাইমাহ, উম্ম আল কোয়াইনসহ আমিরাতের প্রধান প্রধান সড়কসহ শহরের সড়কগুলো জাতীয় পতাকার পাশাপাশি আলোকিত ফিফটি-টু শোভা পাচ্ছে।
এবছর সংযুক্ত আরব আমিরাতের ৫২তম জাতীয় দিবস উপলক্ষ্যে তিনদিন সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। সরকারি ও বেসরকারি সেক্টরে আজ ২ ডিসেম্বর (শনিবার) থেকে ছুটি শুরু হয়ে শেষ হবে (৪ ডিসেম্বর) সোমবার। মঙ্গলবার (৫ ডিসেম্বর) থেকে আবার কার্যক্রম শুরু হবে।
মন্তব্য নেওয়া বন্ধ।