দলীয় বিবেচনায় নিয়োগ পাওয়া চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক রফিকুল আলমের পথ ধরে বিদায় নিলেন প্রোভিসি অধ্যাপক জামাল উদ্দিনও।
বৃহস্পতিবার (১৫ আগস্ট) তিনি পদত্যাগ করেছেন বলে জানা গেছে। এর আগে ১৪ আগস্ট ভিসি রফিকুল আলম ছাত্রদের আন্দোলনের মুখে পদত্যাগ করতে বাধ্য হন।
রফিকুল আলম আওয়ামী লীগ নেতা নুরুল ইসলাম বিএসসির মেয়ের জামাই। বলা হয়ে থাকে শ্বশুর বাড়ির হক হিসেবে তিনি চুয়েটের ভিসি পদে নিয়োগ পেয়েছেন। তার মেয়াদে চুয়েট স্থবির ছিল বলে দাবী চুয়েট সংশ্লিষ্টদের।
অধ্যাপক জামাল উদ্দিন ভিসি রফিককে পাশ কাটিয়ে গত ফেব্রুয়ারিতে প্রোভিসি পদে নিয়োগ পেয়েছিলেন। জামালের নিয়োগ দেখে অধ্যাপক রফিক বিষ্মিত ছিলেন! এ নিয়ে দু’জনের সম্পর্ক খুব একটা ভালো যায়নি।
চুয়েট বঙ্গবন্ধু পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক জামাল উদ্দিন যন্ত্রকৌশল বিভাগের শিক্ষক। তিনি বিভাগের চেয়ারম্যান এবং অনুষদের ডিন হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন।
অধ্যাপক রফিকুল আলম ইইই বিভাগের অধ্যাপক ছিলেন। গত এপ্রিলে তার চাকরির মেয়াদ শেষ হলেও দলীয় বিবেচনায় তাকে ভিসি পদে রাখা হয়। এতে বিশ্ববিদ্যালয়ের যোগ্য শিক্ষকদের মধ্যে ক্ষোভ তৈরি হলেও কেউ মুখ খুলতে পারেননি।
৫ আগস্ট দলীয় সরকার পতনের পর অবস্থা দেখে অধ্যাপক রফিকুল আলম পদত্যাগ করেন।
মন্তব্য নেওয়া বন্ধ।