বাংলাদেশকে ৬৩০ মিলিয়ন ডলার ঋণ সহায়তা দেবে জাপান

বাংলাদেশ সরকার এবং জাপানের সরকারের মধ্যে ‘জয়দেবপুর-ইশুড়দি সেকশন প্রকল্প’ শিরোনামের প্রকল্পের জন্য ঋণ চুক্তি স্বাক্ষর করা হয়েছে। এই চুক্তির আওতায় জাপান বাংলাদেশকে ৬৩০ মিলিয়ন ডলার ঋণ সহায়তা দেবে। এটি ৪৬তম জাপানি অফিশিয়াল ডেভেলপমেন্ট অ্যাসিস্ট্যান্স (ওডিএ) ঋণ প্যাকেজের দ্বিতীয় ব্যাচের অংশ।

শুক্রবার (২৭ জুন) রাজধানীর শেরেবাংলা নগরে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের কনফারেন্স রুমে এই চুক্তি স্বাক্ষরিত হয়। বাংলাদেশ সরকারের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মো. শাহরিয়ার কাদের সিদ্দিকী এবং জাপান সরকারের পক্ষে জাইকা বাংলাদেশের প্রধান প্রতিনিধি ইচিগুচি তোমোহিদে এই ঋণ চুক্তিতে স্বাক্ষর করেন।

এই চুক্তির আওতায় জাপান সরকার বাংলাদেশকে মোট ৯২ হাজার ৭৭ মিলিয়ন জাপানি ইয়েন ঋণ সহায়তা প্রদান করবে। গত ৩০ মে বাংলাদেশের প্রধান উপদেষ্টার জাপান সফরের সময় টোকিওতে এই প্রকল্পের জন্য ‘নোটের বিনিময়’ সম্পন্ন হয়েছিল।

এই প্রকল্পের মূল লক্ষ্য দেশের যোগাযোগ ব্যবস্থা উন্নত করা। যা বিদ্যমান রেলওয়ে ট্র্যাকের দ্বিগুণ লাইন নির্মাণের মাধ্যমে রেল যোগাযোগের সক্ষমতা বৃদ্ধি করবে। প্রকল্পের আওতায় মোট ১৬২ কিলোমিটার দ্বৈত গেজ প্রধান লাইন, ২৫ কিলোমিটার লুপ ও সাইডিং লাইন, ১১ কিলোমিটার বিদ্যমান ট্র্যাক পুনর্নির্মাণ, ৩টি নতুন স্টেশন নির্মাণসহ অন্যান্য সম্পর্কিত কাজ অন্তর্ভুক্ত থাকবে। এই প্রকল্পের জন্য অর্থায়ন বিভিন্ন ধাপে প্রদান করা হবে।

বাংলাদেশকে ৬৩০ মিলিয়ন ডলার ঋণ সহায়তা দেবে জাপান 1

এর আগে, প্রকল্পের প্রকৌশল সেবার জন্য জাপান সরকারের সঙ্গে ৪ হাজার ২২৮ মিলিয়ন ইয়েন (প্রায় ৩২ মিলিয়ন মার্কিন ডলার) ঋণ চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। এ প্রথম কিস্তির জন্য ঋণের সুদের হার নির্মাণকাজের জন্য ২.০০%, পরামর্শক সেবার জন্য ০.৬৫%, এবং এককালীন ফ্রন্ট-এন্ড ফি ০.২০% নির্ধারিত হয়েছে। ঋণের পরিশোধের মেয়াদ ৩০ বছর, যার মধ্যে ১০ বছর মর্যাদাপূর্ণ সময় দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, জাপান বাংলাদেশের সর্ববৃহৎ দ্বিপাক্ষিক উন্নয়ন সহযোগী দেশ। স্বাধীনতা থেকে আজ পর্যন্ত বাংলাদেশের সামাজিক-অর্থনৈতিক উন্নয়নে জাপান অবিচ্ছিন্ন সহায়তা দিয়ে আসছে। বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনের জন্য সরকারের অগ্রাধিকারের সাথে সামঞ্জস্য রেখে জাপান সরকার যোগাযোগ, বিদ্যুৎ ও শক্তি, কৃষি, শিক্ষা, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ, পানীয় জল ও স্যানিটেশন, গ্রামীণ উন্নয়ন, পরিবেশ উন্নয়ন ও মানবসম্পদ উন্নয়নসহ বিভিন্ন খাতে মোট ৩৩.৬২ বিলিয়ন মার্কিন ডলার ঋণ ও অনুদান সহায়তা প্রদান করেছে।

মন্তব্য নেওয়া বন্ধ।