পার্বত্য জেলা রাঙামাটির লংগদুতে আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্থ কৃষক পরিবারের মাঝে কৃষি উপকরণ বিতরণ করেছে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা। সোমবার (১ জানুয়ারি) সকালে উপজেলার আটারকছড়া ইউনিয়নের সাত শতাধিক কৃষক পরিবারের মাঝে এই উপকরণ বিতরণ করা হয়।
পরিবার প্রতি এসব উপকরণের মধ্যে রয়েছে ধানবীজ ৫ কেজি, ডিএপি সার ১০ কেজি, এমওপি সার ১০ কেজি, কোদাল ১টি, ড্রাম ১টি, ১২ ধরণের সবজি বীজ ও সেচনী ১টি।
আটারকছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অজয় মিত্র চাকমার সভাপতিত্বে কৃষি উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লংগদু উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মীর সিরাজুল ইসলাম চৌধুরী। অনুষ্ঠানে বক্তব্য রাখেন জাতিসংঘ খাদ্য ও কৃষি সংস্থার এডমিন এ্যাসিসটেন্ট ঝিনুক ত্রিপুরা, উপ-সহকারি উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা রতন চৌধুরী, ইউনিয়ন পরিষদের সদস্য জিয়াউর রহমান প্রমূখ।
অনুষ্ঠানে বক্তরা বলেন, পার্বত্য অঞ্চলের দরিদ্র কৃষকদের উন্নয়নে সরকারের পাশাপাশি জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা এগিয়ে এসেছে। তাদের থেকে পাওয়া এসকল কৃষি উপকরণ দিয়ে ক্ষতিগ্রস্থ কৃষকরা ফসল উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। জলবায়ু পরিবর্তনের ফলে আকস্মিক বন্যা, ঝড়, খড়ার ফলে পরিবেশ ও প্রকৃতির পাশাপাশি ফসলেরও ব্যাপক ক্ষতি হয়ে থাকে। দরিদ্র কৃষকদের ক্ষতি পুষিয়ে নিতে জাতিসংঘের এই উদ্যোগ কৃষকদের কল্যাণ বয়ে আনবে।
জাতিসংঘ খাদ্য ও কৃষি সংস্থার লংগদু উপজেলা ফিল্ড ফ্যাসিলিটেটর শ্যামল কান্তি ত্রিপুরার সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, প্রোগ্রাম অ্যাসিসটেন্ট লাথ্যুয়েনু মারমা, ফিল্ড ফ্যাসিলিটেটর রিনা আকতার, মুক্তিযোদ্ধা খোরশেদ আলম, লংগদু প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আরমান খান, নারী ইউপি সদস্য স্মরণিকা চাকমা প্রমূখ।
মন্তব্য নেওয়া বন্ধ।