অবৈধ উচ্ছেদ ঠেকাতে মেয়রের কার্যালয় ঘেরাও

চট্টগ্রাম নগরীর ফুটপাত দখলমুক্ত রাখতে বিগত বেশ কিছুদিন ধরে লাগাতার অভিযান চালাচ্ছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)। তবে এর মাঝে কিছু বিতর্কেরও সৃষ্টি হয়েছে৷ এবার ক্ষুব্ধ হয়ে অবৈধ দোকান উচ্ছেদ ঠেকাতে মেয়রের কার্যালয় ঘেরাও করেছে দোকানি ও বস্তিবাসীরা।

বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) দুপুরে টাইগারপাস এলাকায় চট্টগ্রাম সিটি করপোরেশনের অস্থায়ী কার্যালয় ঘেরাও করেন তারা।

জানা গেছে, এদিন নগরীর টাইগার পাস এলাকায় উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করে চসিক। উচ্ছেদ অভিযানের এক পর্যায়ে বেশ কিছু মানুষ নগর ভবনের সামনে জড়ো হয়ে উচ্ছেদ বিরোধী স্লেগান দিতে থাকে। এসময় মেয়রকে পেয়ে আরও শক্ত হয়ে ওঠে আন্দোলনকারীরা। পরে সিটি মেয়রের একান্ত সচিব ও প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা মুহাম্মদ আবুল হাশেম তাদের সাথে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন।

এ বিষয়ে সিটি মেয়রের একান্ত সচিব ও প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা মুহাম্মদ আবুল হাশেম বলেন, অবৈধ স্থাপনা উচ্ছেদ করায় কিছু মানুষ চসিক কার্যালয়ে অবস্থান করে। পরে তাদের বুঝিয়ে বলা হয়েছে। এখন কোনো সমস্যা নেই।

এ বিষয়ে চসিকের প্রধান নিবার্হী কর্মকর্তা মো. শহিদুল আলম বলেন, অবৈধভাবে কেউ জায়গা দখল করে রাখতে পারবে না। ফুটপাতে সাধারণ মানুষ চলাচল করে। সে স্থান দখল করে চলাচলে বিঘ্ন ঘটানোর এখতিয়ার কারো নেই।

মন্তব্য নেওয়া বন্ধ।