আনোয়ারায় স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষে স্বাধীনতা কনসার্ট

বাংলাদেশের সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ কনসার্টে চট্টগ্রামের আনোয়ারা মাতালেন দেশের জনপ্রিয় রক ব্যান্ড ‘শিরোনামহীন’ ও ‘ক্লোজআপ ওয়ান’ খ্যাত কণ্ঠশিল্পী নিশিতা বড়ুয়া।

সোমবারে (২৮ মার্চ) সন্ধ্যায় আনোয়ারা সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসন উন্মুক্ত কনসার্টের আয়োজন করেন।

এরআগে বিকাল সাড়ে চারটায় বীর মুক্তিযোদ্ধা মহি আলমের বীরত্ব এবং মারজান চৌধুরীর সাহসিকতার গল্প নিয়ে নির্মাতা ফুয়াদ চৌধুরী ‘ডকুড্রামা’ দুটি যুদ্ধের একটি গল্প উপভোগ করেন অতিথি ও হাজারো দর্শকরা।

ডকুড্রামাটি শেষে মঞ্চে উঠেন ক্লোজআপ ওয়ান খ্যাত কণ্ঠশিল্পী নিশিতা বড়ুয়া। এরপরই মঞ্চ মাতান জনপ্রিয় রক ব্যান্ড ‘শিরোনামহীন’। আনোয়ারা-কর্ণফুলী উপজেলার প্রায় ৬ হাজার দর্শক উম্মুক্ত কনসার্টটি উপভোগ করেন। শিল্পীরা দেশের গান, আধুনিক ও আঞ্চলিক গান গেয়ে ঠিকই দর্শকদের মাতিয়েছেন।

অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ জোবায়ের আহমেদ, উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক এম.এ মান্নান চৌধুরী, সাধারণ সম্পাদক এম.এ মালেক, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানভীর হাসান চৌধুরী, আনোয়ারা-বাঁশখালীর সার্কেল এসপি হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।

এছাড়াও আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস.এম দিদারুল ইসলাম সিকদার, বৈরাগ ইউনিয়নের চেয়ারম্যান নোয়াব আলী, বারশতের এম.এ কাইয়ূম শাহ্, চাতরীর আফতাব উদ্দিন চৌধুরী সোহেল, রায়পুরের আমিন শরীফ, জুঁইদন্ডীর মাষ্টার মুহাম্মদ ইদ্রিছ, আনোয়ারা সদরের অসীম কুমার দেব, হাইলধরের কলিম উদ্দিন প্রমুখ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

মন্তব্য নেওয়া বন্ধ।