ফসলি জমির মাটি কাটায় ৪ জনের জেল

চট্টগ্রামের সাতকানিয়ায় কৃষি জমির মাটি কাটার অপরাধে ৪ জনকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। রবিবার (৫ ফেব্রুয়ারি) রাতে সাতকানিয়া (সদর) ইউনিয়নের বারদোনা এলাকায় অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত সিদ্দিকী।

কারাদণ্ড প্রাপ্তরা হলেন— লোহাগাড়া পদুয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের আমির হোসেনের ছেলে কফিল উদ্দীন (২২), ছোট বারদোনা এলাকার বদিউল আলমের ছেলে নাজিম উদ্দীন (৩৫), পদুয়ার মল্লিক ছোহান এলাকার আব্দুল আলমের ছেলে মো. হানিফ (২২) ও একই এলাকার লিয়াকত আলীর ছেলে মিনহাজ উদ্দীন (২০)

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত সিদ্দিকী বলেন, উপজেলার সদর ইউনিয়নের বারদোনা এলাকায় থেকে অবৈধভাবে কৃষি জমির মাটি কেটে নিচ্ছিলো একটি চক্র। গোপন সংবাদের ভিত্তিতে গভীর রাতে সেখানে অভিযান চালানো হয়। অভিযানে ৪ জনকে হাতেনাতে আটক করে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী ২০ দিন করে কারাদণ্ড দেওয়া হয়েছে।

মন্তব্য নেওয়া বন্ধ।