রাতের অন্ধকারে কৃষিজমির মাটি কেটে বিক্রি, জরিমানা

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় রাতের অন্ধকারে কৃষিজমি থেকে অবৈধভাবে মাটি কেটে বিক্রি করার দায়ে আবু তালেব (৪২) নামের ব্যক্তিকে ৮০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এসময় একটি এক্সক্যাভেটর ও একটি ট্রাক জব্দ করা হয়েছে।

শনিবার (১৫ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার পোপাদিয়া ইউনিয়নের শরিফপাড়া এলাকায় কৃষিজমির মাটি কাটার সময় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মামুন।

বোয়ালখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মামুন বলেন, ১০টার দিকে উপজেলার পোপাদিয়া ইউনিয়নের শরিফপাড়া এলাকায় কৃষিজমির মাটি কাটার খবর পেয়ে অভিযান পরিচালনা করি। মাটি কাটায় ব্যবহৃত একটি এক্সক্যাভেটর ও মাটি পরিবহনকারী একটি ট্রাক জব্দ করা হয়েছে।

কৃষিজমি রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ইউএনও।

মন্তব্য নেওয়া বন্ধ।