চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার চরপাথরঘাটা ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে ঘিরে সরগরম হয়ে উঠেছে নির্বাচনী মাঠ। চেয়ারম্যান পদে তিন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলেও মূলত লড়াই হবে নৌকা প্রতীকের মুহাম্মদ সেলিম হকের সঙ্গে আনারস প্রতীকের হাজী ছাবের আহমদের।
নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে ততই নির্বাচনী উত্তাপ বাড়ছে। নৌকার পক্ষে আওয়ামী লীগের সিনিয়র নেতারা মাঠে নেমেছেন। অপরদিকে স্বতন্ত্রপ্রার্থী ছাবেরের পক্ষে কাজ করছেন চশমা প্রতীকের অপর স্বতন্ত্র প্রার্থী মনির আহমদ। মনির ছাড়াও প্রকাশ্যে মাঠে নেমে কাজ করতে দেখা যাচ্ছে আরও প্রভাবশালী ব্যক্তিদের।
এদিকে শুক্রবার রাতে উপজেলার চরপাথরঘাটা এলাকায় নৌকা প্রার্থী মুহাম্মদ সেলিম হকের জন্য ভোট চাইলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান।
সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে দেশ। আওয়ামী লীগ ক্ষমতায় থাকায় দেশে উন্নয়ন হচ্ছে। উন্নয়নের এই ধারাবাহিকতা ধরে রাখতে হলে চরপাথরঘাটা ইউপি নির্বাচনে নৌকাকে বিজয়ী করতে হবে। ১৫ জুন নৌকায় ভোট দিন, উন্নয়ন আমরা দেবো।
সভায় উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার ইসলাম আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হায়দার আলী রণি, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শাহেদুর রহমান শাহেদ, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সৈয়দ আহমদ, সাধারণ সম্পাদক কামাল আহমদ রাজা, নুর মোহাম্মদ, এম.এ মারুফসহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ।
নির্বাচনে চেয়ারম্যান পদে ৩, সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৩ এবং সাধারণ সদস্য পদে ৪০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আগামী ১৫ জুন ইভিএম পদ্ধতিতে ভোগ গ্রহণ অনুষ্ঠিত হবে।
মন্তব্য নেওয়া বন্ধ।