চট্টগ্রামে জেলার হাটহাজারীর চিকনদন্ডীর জহরলাল নাথের ছেলে সঞ্জয় কুমার নাথ (৪৮)। নগরীর বহদ্দারহাট এলাকায় ‘মর্ডাণ ডায়াগনষ্টিক সেন্টার’-এ চক্ষু বিশেষজ্ঞ হিসেবে চেম্বার করেন।
তার নামের সাথে আছে এমবিবিএস ও এমডি ডিগ্রি। আমেরিকা থেকে পড়াশোন করে অর্জন করেছেন এমওইপিএফ নামের আরও একটা ডিগ্রি। আদতে সঞ্জয় পাস করেছেন কেবল মাত্র এসএসসি। র্যাবের জালে ধরা খেয়ে নিজেকে ভূয়া চিকিৎসক হিসেবে স্বীকারও করেছেন সঞ্জয়।
শনিবার (১৮ জুন) সকালে র্যাবের চান্দগাঁও কোম্পানী কমান্ডার মেজর মেহেদী হাসান চট্টগ্রাম খবরকে জানান, র্যাবের অভিযানে আটক হওয়া সঞ্জয় নিজেকে ভূয়া চিকিৎসক হিসেবে স্বীকার করেছেন। সঞ্জয় এর আগেও রাঙ্গুনিয়ায় ম্যাজিস্ট্রেটের অভিযানে ধরা পড়েছিল। তারপর স্থান পাল্টে প্রতারণার জাল বিছান বহদ্দারহাট এলাকায়।
তিনি আরও জানান, গ্রেফতারকৃত আসামীর চেম্বার তল্লাশি করে বিভিন্ন ধরণের ভূয়া ডাক্তারী সরঞ্জামাদি জব্দ করা হয়। সঞ্জয় ডাক্তার সেজে নিরীহ রোগীদের অস্ত্রোপচারসহ বিভিন্ন জটিল রোগের ভূয়া চিকিৎসা প্রদান করে তাদের নিকট থেকে প্রতারণামূলকভাবে প্রচুর অবৈধ অর্থ আত্মসাৎ করেছে। তাকে থানায় সোপর্দ করা হয়েছে।
মন্তব্য নেওয়া বন্ধ।